Saturday, December 4, 2010

ছবিকে flash আকারে রুপান্তর

                         welcome আর্ট প্রেমীদের জন্য চমৎকার একটি সফটওয়্যার সাথে আর ও থাকছে যেকোন ফরমেটের ছবিকে flash আকারে রুপান্তরের একটি অসাধারন সফটওয়্যার !!!!! | Techtunes


আজকে সবার সাথে খুবই চমৎকার দুইটি সফট শেয়ার করবো ।একটি হচ্ছে আর্ট নিয়ে অপরটি হলো যেকোন ফরমেটের ছবিকে flash এ রুপানতর করার সফটওয়্যার । চলুন তাহলে প্রথমে flash সফটওয়্যারটি দিয়ে শুরু করি ।এটা দিয়ে আপনি আপনার যেকোন ফরমেটের ছবিকে বিভিন্ন effect এর মাধ্যমে flashএরুপান্তর করতে পারবেন নিমিষেই ।
                                             আর্ট প্রেমীদের জন্য চমৎকার একটি সফটওয়্যার সাথে আর ও থাকছে যেকোন ফরমেটের ছবিকে flash আকারে রুপান্তরের একটি অসাধারন সফটওয়্যার !!!!! | Techtunes
আর যারা ওয়েব ডিজাইনিং নিয়ে কাজ করছেন তারা চাইলে  এই সফটটি দিয়ে চমৎকার সব flash animation বানিয়ে নিজের সাইটে সাজাতে পারেন ।নিজেরমত করে বানিয়ে save করার জন্য publish option এ ক্লিক করুন এবং পছন্দমত flash movie, html code ,gif,avi format এ save করুন ।
                                                                                 নাম : swf text
                                                               Size: 2.26mb cost : $29.95 সিরিয়াল সাথেই আছে
                                                                       3z6qpcqnc3xo আর্ট প্রেমীদের জন্য চমৎকার একটি সফটওয়্যার সাথে আর ও থাকছে যেকোন ফরমেটের ছবিকে flash আকারে রুপান্তরের একটি অসাধারন সফটওয়্যার !!!!! | Techtunes

আর্ট সফটওয়্যার

এবার আর্ট সফটওয়্যারটি শেয়ার করবো ।আর্ট সম্বন্ধে বলতে গেলে তেমন কিছুই জানিনা । তবে যেকোন ধরনের আর্ট দেখতে ভীষন ভীষন ভালবাসি ।।কিন্তু এই সফটটি পেয়ে এক অন্যরকম ভাললাগা কাজ করছে ।মনে হচ্ছে ইচ্ছে করলেই এই সফটটির মাধ্যমে মোটামুটি আর্ট শিখা সম্ভব ।এবং এই সফটটি একজন artist এর জন্য যে খুবই উপকারী তাতো বলার অপেক্ষাই রাখেনা ।যা দিয়ে ডিজিটাল যুগে ডিজিটাল ভাবে art করা সম্ভব ।
যাদের আর্ট সম্বন্ধে বিনদুমাত্র ধারনা নাই বা আর্ট করতে জানেন না তারা ও কিন্তু আর্ট না জেনে ও আপনার কম্পিউটারে থাকা পছন্দের যেকোন ছবিকে  সফটটিতে দেওয়া বিভিন্ন effect এর মাধ্যমে hand painted art work হিসেবে একজন শিল্পীর মত উপস্হাপন করতে পারেন । এই সফটটিতে দারুন একটি user guide আছে যাতে প্রতিটি step খুব অসাধারন ভাবে দেওয়া আছে ।
                                                   সফটওয়্যারটির নাম : Twisted Brush Pro Studio v 17.00
                                                                       size :17mb
                                                                                        cost :$119
                                                                          2ikb3811 আর্ট প্রেমীদের জন্য চমৎকার একটি সফটওয়্যার সাথে আর ও থাকছে যেকোন ফরমেটের ছবিকে flash আকারে রুপান্তরের একটি অসাধারন সফটওয়্যার !!!!! | Techtunes

বাংলা Translation সহ কুরআন শরীফ

এটি একিট কুরআন শরীফ এর সফ্টওয়্যার । এটি আমি নিজে ব্যবহার করি । আমার কাছে সফ্টওয়্যারটি খুব ভালো লেগেছে । সুরা গুলো কে খুব সুন্দর করে সাজান হয়েছে । এটিতে আরবি, বাংলা এবং ইংলীশ এই তিনিট ভাষায় Translation রয়েছে । এছাড়া এই সফ্টওয়্যারটিসাইজ খুব ছোট (মাএ ১.৮৬ মেগাবইট)। তাই ডাউনলোড করতে সুবিধা । আশাকরি সফ্টওয়্যারটি আপনাদের খুব কাজে আসবে।
 বাংলা Translation সহ কুরআন শরীফ এর সুন্দর একটি সফ্টওয়্যার মাএ ১.৮৬ মেগাবাইট | Techtunes
ডাউনলোড লিক্ন
ডাউনলোড লিঙ্ক: http://depositfiles.com/files/9zv5413xa

বাংলা নাটক, গান ডাওনলোডের ভাল সাইটগুলো...


বাংলা নাটক, গান ডাওনলোডের জন্য বেশ কিছু ভাল সাইট আছে। আমার সংগ্রহে থাকা লিষ্ট দিলাম। আপনাদের জানা ওয়েব সাইটগুলো শেয়ার করলে আপডেট করে রাখবো যাতে সবাই খুঁজে নিতে পারে।
অন্যভূবন http://onnobhubon.com
আমাদের গান http://amadergaan.com
আমার সোনার বাংলা http://amarshonarbangla.com
আমার নাটক http://amarnatok.com
আমাদের জোন http://amaderzone.com
মাই বাংলা মিউজিক http://mybanglamusic.com
মাই টিউন বিডি http://mytunebd.com
মুর্ছনা http://murchona.com
মিউজিক মুর্ছনা http://music.murchona.com
মিউজিক জলসা http://musicjalsha.com
মিউজিক ডট কম ডট বিডি http://music.com.bd/download/
ওয়েব বাংলা http://web-bangla.com
ফ্রি ডট কম ডট বিডি http://free.com.bd/mp3/
ড্রামা সিরিয়ালস http://dramaserials.com
ছংস বাংলা http://songsbangla.com
সুরের ভূবনে http://surerbhubone.com
সামস মিউজিক জোন http://samsmusiczone.com
নাটকস http://natoks.com
নাটক টিউব http://natoktube.com
নাটক মিউজিক http://natokmusic.com
দরিদ্র http://doridro.com
দেশী কথা http://deshikotha.com
দেশী পোর্টাল http://deshiportal.com.bd
দেশী পোর্টাল ডট কম ডট বিডি http://deshiportal.com.bd
জাগো দ্যা মুভি http://jaagothemovie.com
বাঙ্গালী গুরু http://bengaliguru.com
বাঙ্গালী আড্ডা http://bangaliadda.com/music/
বাঙ্গালী মিউজিক http://bengalimusiconline.com
বাংলাএভারগ্রীণ http://banglasong.evergreenbangla.com
বাংলা মিউঝিক http://banglamuzic.com/bd/
বাংলা মিউজিক স্টোর http://banglamusicstore.com
বাংলা মিউজিক http://banglamusic.com
বাংলা সুর http://banglasur.com
বাংলা মিউজিক হাব http://banglamusichub.com/music/
বাংলা মিউজিক ট্রেক http://banglamusictrack.com
বাংলা এমপিথ্রিস http://banglamp3s.com
ডাওনলোডজোন http://bangladownloadzone.blogspot.com
বাংলা লাইভ http://banglalive.com/BanglaliveMusic/
বাংলাদেশী নাটক http://bangladeshinatok.com
বাংলা নাটক ডাওনলোড http://banglanatokdownload.com
বিডি নাটক http://bd-natok.com
বিডি মিউজিক বক্স http://bdmusicbox.com
বিডি এমপিথ্রি http://bdmp3.com
বিডি গান http://bd-gaan.com
বিডি বাংলা http://bdbangla.org
প্রানের বাংলা http://pranerbangla.com ১৬ রেডিও চ্যানেল সহ
পাগলা মিউজিক http://paglamusic.com/mp3

Run কমান্ডের সাহায্যে হার্ডডিস্ক ড্রাইভ ক্লিন করুন।

প্রতিনিয়তই বিভিন্ন কারণে হার্ডডিস্কের ড্রাইভগুলোতে(C,D,E,F,G..)অপ্রয়োজনীয় ফাইল জমা হই যা আমাদের কম্পিউটারের গতি কমিয়ে দেই। এজন্য আমরা অনেকেই অনেক ধরনের সফ্টওয়ার ব্যবহার করি।কিন্তু এতসব ঝামেলা না করে যদি Run কমান্ডের সাহায্যে হার্ডডিস্ক ড্রাইভ ক্লিন করা গেলে সবার জন্য সেটাই মনে হই ভাল হই। এজন্য Start -> Run এ গিয়ে cleanmgr /sagerun:11 লিখে Enter ক্লিক করলেই আপনার কাজ শেষ। সয়ংক্রিয়ভাবে কম্পিউটারি যা করার করবে।
বি.দ্র. Windows XP এর ক্ষেত্রে এইকাজটা মোটামুটি আমরা সবাই করতে পারবো,কিন্তু যারা Windows 7 নতুন ব্যবহার করা শুরু করেছেন তারা
Step-1:- Start বাটন ক্লিক করে run লিখুন
http://j.imagehost.org/0426/run_0.jpg
Step-2:- যে পেজটি আসবে তাতে run এ ক্লিক করুন (সবার উপরে )
http://j.imagehost.org/0913/Run.jpg
Step-3:- cleanmgr /sagerun:11   লিখে Enter চাপুন।
http://j.imagehost.org/0499/run_2.jpg
ধন্যবাদ।

Rapidshear হতে নিশ্চিন্তে ডাউনলোড করুন

রেপিডশেয়ার ছাড়াও ইজিশেয়ার, ফাইলফ্যাক্টরী, আপলোডিং.কম, ইউটিউব, মেগাশেয়ার,
ডিপোজিটফাইলস, আপলোড.টো, নেটলোড, মেগাআপলোড, মেগাভিডিও এসব সাইট হতে এখন আপনি আরামসে রিজিউম সাপোর্টসহ ফাইল ডাউনলোড করতে পারবেন । তো কথা বলে সময় নষ্ট না করে আসুন জেনে নেই কিভাবে করব।আপনি প্রথমে এইওয়েবসাইটটি  তে প্রবেশ করুন। প্রবেশ করে নীচের ছবিতে দেখানো মতে I Agree তে ক্লিক করুন।
http://www.chobimohol.com/image-80DF_4C1A0D5B.jpg
এরপর নীচের ছবির মত একটি বক্স আসবে এখানে আপনার লিন্কটি পেষ্ট করে ডাউনলোড এ ক্লিক করুন।
http://www.chobimohol.com/image-6580_4C1A0D5B.jpg

এবার আসুন এক নজরে দেখে নেই কি কি সাইট সাপোর্ট করে ।
http://www.chobimohol.com/image-7F9C_4C1A0D5B.jpg
ধন্যবাদ সবাইকে ।
পুর্বে এখানে প্রকাশিত
http://www.rongmohol.com/uploads/1805_prochesta_logo.gif

http://www.obosor.com/banner_468.gif

Tuesday, November 30, 2010

যদি আপনার কোন প্রয়োজনীয় ডকুমেন্ট নির্দিষ্ট কোন ড্রাইভে থেকে থাকে তাহলে কিংবা অন্য কোন কারণে (সবার সাথে শেয়ার না করতে চাইলে), আপনি যদি চান যে কোন ড্রাইভই নিমেষের মধ্যেই লুকিয়ে
ফেলে অন্যদের হাত থেকে সুরক্ষিত রাখতে পারেন।
ড্রাইভ লুকিয়ে ফেলার পদ্ধতি (যেমন ধরুন- Registry Editor, Group Policy Editor ব্যবহার করে) কমবেশি আমরা প্রায় সকলেই জানি। কিন্তু আজকে আমি আপনাদের সাথে diskpart এর মাধ্যমে ড্রাইভ লুকানোর পদ্ধতি শেয়ার করব।
নিচে Diskpart এর মাধ্যমে ড্রাইভ লুকানোর পদ্ধতিগুলি পরপর দেওয়া হল :-
undefined

১) প্রথমে Diskpart খোলার জন্য Start > Run-এ ক্লিক করুন অথবা, উইন্ডোজ+R চেপে Run এ গিয়ে Diskpart লিখে এন্টার দিন।
২) নিচের ছবির মত একটি ডস উইন্ডো (Diskpart) ওপেন হবে।
diskpart
৩) ওখানে ড্রাইভের লিস্ট দেখার জন্য list volume লিখে এন্টার দিন।
৪) এবার যে ড্রাইভটি লুকাতে চান সেটি সিলেক্ট করুন।
উদাহরন :- আপনি যদি D ড্রাইভটি লুকাতে চান তাহলে, select volume 2 লিখে এন্টার দিন।
৫) সিলেক্ট করার পর ড্রাইভটি লুকানোর জন্য remove letter drivename লিখে এন্টার দিন।
উদাহরন :- আপনি যদি D ড্রাইভটি লুকাতে চান তাহলে, remove letter D লিখুন।
৬) ব্যস হয়ে গেল।
চেক করে দেখুন, D ড্রাইভটি আর দেখতে পাবেন না। Diskpart D ড্রাইভটিকে মুছে ফেলেছে।
ও হ্যাঁ চিন্তার কিন্তু কোন কারণ নেই, আপনার সমস্ত ডকুমেন্ট নিরাপদে সংরক্ষিত থাকবে।
৭) ড্রাইভ লুকানো তো হল,
এবার পূর্বের অবস্থায় আনতে চাইলে আপনাকে সম্পূর্ণ পদ্ধতিটা আবার অনুসরণ করতে হবে
শুধুমাত্র চতুর্থ ধাপে এসে remove letter এর জায়গায় assign letter বসাতে হবে……ব্যস।
৮) প্রয়োজনে নিচের চিত্রটি অনুসরণ করুন :-
diskpart003
ধন্যবাদ।
পোস্টটি  সংগ্রহ করা হয়েছে।

AVG Antivirus ১৫ বছরের জন্য একদম ফ্রী

AVG Antivirus ১৫ বছরের জন্য একদম ফ্রী ডাউনলোড করুন। নিচের লিংক থেকে। 
http://www.mediafire.com/?oqpzxmdiojz#1

Saturday, November 13, 2010

ব্রাউজিং, ডাউনলোড, ই-মেইল, অনলাইন গেম, মডেম স্প্রীড বাড়ন

সফটওয়্যারটি দ্বারা ইন্টারনেট ব্রাউজিং, ডাউনলোড, ই-মেইল, অনলাইন গেম, মডেম স্প্রীড বাড়ানো সম্ভব। যাদের নেট স্প্রীড খুবই স্লো তারা এই সফটটি ব্যাবহার করে দেখতে পারেন। খুবই ভালো একটি সফটওয়্যার । ডাউনলোড ও সেটআপ করে চিত্র অনুযায়ী কাজ করুন তার পর কম্পিউটার রিসেট করুন ব্যাস হয়ে গেল।

ছবি
ইচ্ছে করলে কাষ্টম করেও স্প্রীড বাড়াতে পারবেন।
ব্রাউজ করুন নিচে
http://www.jordysoft.net/Windows/Tweak/Internet_Tweak/Internet-Cyclone-download-5.aspx

বাংলা গান ডাউনলোড করুন।


বাংলা ও বাঙ্গালি
পোলাপাইন
দরিদ্র
মিউজিক
বেসিকআলীসেতাই
মূর্ছনা
গানওয়ালা
মিউজিক ফূর্তি
ফ্রীডটকমবিডি
বিডি মিউজিক অনলাইন
বিডি বাংলা
বাংলা সুর
শুকনো ঘর
কলোরব
ফান বাংলা
বাংলা সংগীত
কালকাতা ওয়েব
বাংলা টিউব
গানওয়ালা ডটনেট
আবার জিগ্স

Friday, November 12, 2010

বাংলা নাটক ডাউনলোড করার কিছু সাইট।

আমার নাটক
বেঙ্গলী গুরু
সকাল সন্ধ্যা
বিডি-নাটক
বাংলা নাটক ডাউনলোড
বিডিবাংলা
বাংলাদেশী নাটক
নাটক অনলাইন
ড্রামা সিরিয়াল

কাজে আসবে অবশ্যই

ওয়েব সাইটের url লেখার শর্টকাট:
কোন সাইটের ইউআরএল এর মধ্যের অংশটুকু লিখে Ctrl ও Enter বাটন একসাথে চাপ দিন www. ও .com সয়ংক্রিয়ভাবে বসে যাবে। যেমন: google লিখে Ctrl+Enter দিলে এটি সয়ংক্রিয়ভাবে www.google.com হয়ে যাবে। Internet Explorer ও Mozilla Firefox এ এই শর্টকাট কাজ করে।
ভুলে কোন ফাইল ডিলিট করে দিলে:
সাথে সাথে Ctrl চেপে ধরে Z চাপ দিন।
এক্সপিতে ডেস্কটপ লক করার শর্টকাট:
WinKey চেপে ধরে L বাটন চাপ দিন।
কপি/পেস্ট এর কিবোর্ড শর্টকাট:
কপি- Ctrl+c এবং পেস্ট- Ctrl+v

Auto run virus কে বলুন Good bye


আমাদের প্রত্যেকেই কোন না কোন সময় Auto run virus নিয়ে বিপাকে পড়তে হয়েছে। আর যেন Auto run virus নিয়ে বিপাকে না পড়তে হয় সেজন্য আপনি ব্যবহার করতে পারেন USB Disk Security এটি ব্যবহার করলে আপনি আপনার USB ড্রাইভে যাই ঢুকান না কেন এটি Auto স্ক্যান দিয়ে ভাইরাস সনাক্ত করে ফেলবে। ভাইরাস ফেলে Threat এর ঘরে ভাইরাসটির নাম আসবে। আপনাকে শুধু ভাইরাসটি সিলেক্ট করে Delete all এ ক্লিক করতে হবে। তারপর আবার usb scan এ ক্লিক করে scan ক্লিক করে দেখতে পারেন কোন ভাইরাস আসে কিনা থাকলে Delete all এ ক্লিক করে দিবেন। তারপর Quarantine এর মধ্যে ক্লিক করে রিপ্লেস এ ক্লিক করুন। কোন ভাইরাস থাকলে এ্যাপ্লি করে দেন। ব্যাস আপনার পিসি ও ইউ.এস.বি ড্রাইভটি হয়ে গেল ভাইরাস মুক্ত। এটি ডাউনলোড করা যাবে এই লিংক থেকে।

ইউটিউব ভিডিও ডাউনলোড ও ফুল স্ক্রিন প্লে করার জন্য

ইউটিউব থেকে আগে ভিডিও ডাউনলোড করতে হলে মজিলা ফায়ারফক্স এর সাথে ভিডিও ডাউনলোডার এক্সটেনশন লাগিয়ে তারপর করতে হতো। অথবা কোন থার্ডপার্টি সাইটের সাহায্য নিয়ে তবেই ডাউনলোড করতে হতো। ডাউনলোড করা সেই ফাইলগুলো চালানোর জন্য আবার এফএলভি প্লেয়ার সেটাপ করে নিতে হতো। তারপরে সবচেয়ে বিরক্তিকর যে বিষয় সেটা হলো ছোট একটি উইন্ডোতে প্রদর্শন। এই সমস্ত সমস্যার সমাধান দিতে পারে YouTUBE downloader 2.41 নামের একটি ছোট সফটওয়্যার।  এটির মাধ্যমে আপনি সরাসরি যেকোন ইউটিউব ভিডিও ডাউনলোড করে নিতে পারেন এবং সেই ভিডিও যেকোন মিডিয়া প্লেয়ার দিয়ে ফুল স্ক্রিন প্লেও করতে পারবেন।আরো বিস্তারিত জানতে ও ডাউনলোড করতে  ক্লিক করুন- -

YouTUBE downloader 2.41

একাধিক Google Talk রান করুন এক সাথে


ইদানিং চ্যাট করার জন্য Google Talk একটি জনপ্রিয় সফটওয়্যার। আপনার একটি Gmail আইডি থাকলেই এই সফওয়্যারের মাধ্যমে চ্যাট করতে পারবেন। Google Talk সাধারনত একটা পিসিতে একটা উইন্ডোর বেশি রান হয় না। ফলে আপনার যদি একাধিক Gmail আইডি থাকে সবগুলো থেকে এক সাথে লগিন করতে পারবেন না। অথবা এক পিসিতে কয়েকজন এক সাথে লগিন করতে চাইলে তাও সম্ভব নয়। তবে মন খারাপ করার কিছু নেই। চেষ্টা করলে সব কিছুতেই একটা না ব্যবস্থা হয়ে যায়। চলুন দেখি কত সহযে উপরোক্ত সীমাবদ্ধতা দুর করা যায়।

ধরে নিচ্ছি, আপনার পিসিতে C:\Program Files\Google\Google Talk\ লোকেশনে Google Talk ইনস্টল করা আছে।

১. ডেস্কটপে খালি যায়গায় রাইট ক্লিক করে New -> Shortcut এ ক্লিক করুন।
২. Type the location of the item: এর নিচের টেক্সট বক্সে নিচের লেখাটি কপি করে পেস্ট করুন।

"C:\Program Files\Google\Google Talk\googletalk.exe" /nomutex

৩. Next দিন।
৪. Finish দিন।

ডেস্কটপে Google Talk এর একটা শর্টকাট দেখতে পাবেন। এই শর্টকাট থেকে যত খুশি Google Talk রান করতে পারবেন।

বদলে ফেলুন Hard disk drive এর icon গুলি


আপনি নিশচয়ই আপনার  Hard disk drive এর একঘেয়েমী icon গুলি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন। চিন্তা নেই মাত্র ২ মিনিটেই আপনার  Hard disk drive এর  icon গুলি পরিবর্তন করে ফেলুন আপনার পছন্দ অনুযায়ী। এজন্যে প্রথমেই আপনার পছন্দের image টিকে bitmap(*.bmp) ফরমেটে রুপান্তর করে নিন XP'র MS Paint বা Adobe Photoshop এর মাধ্যমে। তবে আরও ভাল হয় যদি  image টিকে irfanview Software এর মাধ্যমে icon(*.ico) format এ রুপান্তর করতে পারেন।

যাই হোক এবার Start Menu থেকে Notepad  চালু করুন এবং নিচের সংকেত গুলি লিখে autorun.inf  নামে Save করুন।

[Autorun]
open=
icon=BANNER.ico

এখানে  BANNER এর স্থানে আপনার image নাম এবং .ico এর স্থানে আপনার  image এর ফরমেট অর্থাৎ .bmp  বা .ico বসান। এবার এই autorun.inf ফাইলটিকে এবং উক্ত image টিকে Copy করে C,D,E বা যেকোন Drive এ Paste করুন । এবার কম্পিউটারটিকে Restart করুন এবং মজা দেখুন। একই ভাবে সবগুলো Hard disk drive এর  icon গুলি পরিবর্তন করে

VLC Player এ রেডিও শুনুন।

ইন্টারনেট কানেশন থাকলে , আপনি আপনার ভি এল সি প্লেয়ার দিয়ে রেডিও শুনতে পারবেন। চাইলে টিভিও দেখতে পারবেন, তবে তার জন্য নেট কানেশন হাই স্পিড হওয়াটা জরুরী। তো আসুন শুরু করি:
১। ভি এল সি অপেন করুন।
২। view হতে playlist চালু করুন।
৩। Manage হতে services Discovery > Shoutcast radio listings ক্লিক করুন।
৪। দেখুন shoutcast নামে playlist পাওয়া যাবে। এবার সার্চ (search ) এ hindi টাইপ করে সার্চ দিন।
৫। এখন লিস্ট এ প্রর্দশিত hindi এর উপর ডাবল ক্লিক করুন। রেডিও চালু হবে।
৬। হিন্দী এর লিস্টে দেখুন আরো অনেক স্টেশন আছে, তা হতে অন্যান্য গুলাও শুনুন।

ভি এল সি প্লেয়ার ডাউনলোড করুন এই লিংক হতে।

সহজেই জেনে নিন আইটি বিশ্বের বিভিন্ন খবরাখবর

আমরা আইটির উপর এখন পুরোপুরি নির্ভরশীল। আইটিতে প্রতিদিন কিছু না কিছু প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে। কোন দিন কোন হার্ডওয়্যার বের হলো, ইয়াহুর নতুন সার্ভিস কি যোগ হল আরো এটা সেটা বিভিন্ন খবর আমাদের রাখতে হয়। আর এই খবরগুলো জানতে আমাদের বিভিন্ন ওয়েব সাইটে দৌড়াদৌড়ি করতে হয়। নির্দিষ্ট ওয়েব সাইট জানা না থাকলে তো আরো অনেক ঝামেলা। সার্চ ইঞ্জিন ব্যবহার করেও অনেক সময় পাওয়া যায় না। খুবই সহজে আপনি ইচ্ছে করলে আপনার বিষয়বস্তু দিয়ে আপনার এই ঝামেলাটি শেষ করতে পারেন।

এমএস ওয়ার্ড সফটওয়ারটি তো মনে হয় আপনাদের সবার কম্পিউটারে সেটাপ করা আছে। এই এমএস ওয়ার্ড দিয়েই আপনি সব ধরনের খবর আপডেট করতে পারেন। শুধুমাত্র দরকার ইন্টারনেটের। এর জন্য আপনাকে এমএস ওয়ার্ড চালু করতে হবে। এরপর Tools -> Research এ ক্লিক করুন। এরপর আপনার বিষয়বস্তু লিখে সার্চ দিন। দেখবেন সব বের হয়ে গেছে। তবে এটা Office 2003 থেকে শুরু করে পরের ভার্শনগুলো জন্য।

Windows XP তে System Properties এ লোগো এবং তথ্য যোগ করুন


ব্যাপারটা অনেক পুরনো কিন্তু অনেকেই এটা জানে না। যারা জানে না তাদের জন্যই এই লেখা। আপনারা হয়ত খেয়াল করে থাকবেন, বেশিরভাগ ব্র্যান্ড ল্যাপটপ/ডেস্কটপ পিসিগুলোর System Properties এ ব্র্যান্ডের লোগো সহ কিছু তথ্য থাকে। উপরের ছবিটা দেখে বিষয়টা পরিস্কার হয়ে গেছে আশা করি। আপনি চাইলে এই লোগো এবং তথ্য পরিবর্তন অথবা নতুনভাবে সংযোজন করতে পারবেন। কাজটা খুবই সহজ, এজন্য আপনাকে OEMLOGO.BMP এবং OEMINFO.INI নামে দুটো ফাইল তৈরী করতে হবে। OEMLOGO.BMP হল একটা বিটম্যাপ ইমেজ যা আপনি System Properties এ দেখতে পাবেন। আর তথ্যগুলো থাকে OEMINFO.INI ফাইলে।

ফাইল দুটোকে c:\windows\system32 ফোল্ডারে পেস্ট করতে হবে। নিচে একটি OEMINFO.INI ফাইলে যা লেখা থাকে তা দেওয়া হল:

[General]
Manufacturer=Manufacturer: CAEBD
Model=Model: XXXXXX

[Support Information]
Line1=" Contact Us:"
Line2=" IT Genius"
Line3=" 863, Mehedibug,"
Line4=" Chittagong,"
Line5=" Bangladesh."
Line6=""
Line7=" Phone:"
Line8=" +8801199271600"
Line9=""
Line10=" Website:"
Line11=" http://cae.com.bd"
Line12=""

এখানে [General] এর অধীনে তথ্যগুলো System Properties এ দেখতে পাবেন। এবং [Support Information] এর অধীনে তথ্যগুলো System Properties এ Support Information বাটনে ক্লিক করলে দেখতে পাবেন। আর OEMLOGO.BMP ফাইলটি আপনি MS Paint এ তৈরী করতে পারবেন। এর দৈর্ঘ এবং প্রস্থ হবে যথাক্রমে 172 এবং 100। তবে একটু এদিক ঐদিক হলে সমস্য নেই। অথবা এই লিংক থেকে OEMLOGO জিপ ফাইলটি ডাউনলোড করুন। আনজিপ করলেই OEMLOGO.BMP এবং OEMINFO.INI ফাইল দুটো পেয়ে যাবেন। যা আপনি আপনার প্রয়োজনমত পরিবর্তন করে নিতে পারবেন।

আপনার সাইটে Favicon যুক্ত করুন


বতর্মানে অধিকাংশ ওয়েবসাইটের ইউআরএল অংশে একটি ছোট সাইজের ছবি দেখতে পাওয়া যায়। এই ছবিটিকে Favicon নামে অভিহিত করা হয়। ছবিটির সাইজ সাধারণত 16*16 পিক্সেলের হয়ে থাকে। আপনার সাইটে আপনি নিম্নোক্তভাবে আপনার পছন্দের Favicon যুক্ত করতে পারেন:–

আপনার ওয়েবসাইটের index পেজটি ওপেন করুন। এরপর <head> এবং </head> ট্যাগের মাঝখানে টাইপ করুন –

<link rel="shortcut icon" href="/favicon.ico">

এখানে favicon.ico হচ্ছে আপনার পছন্দের তৈরীকৃত favicon আইকনটি। কিন্তু আপনি যদি চান আপনার favicon টি অ্যানিমেটেড হউক, তাহলে টাইপ করুন –

<link rel="icon" type="image/gif" href="/favicon.gif">

এখানে favicon.gif হচ্ছে আপনার পছন্দের অ্যানিমেটেড gif টি যাকে আপনি favicon হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন। মনে রাখবেন, এক্ষেত্রে favicon টি অবশ্যই আপনার ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং লক্ষ্য রাখবেন আপনার favicon টি যেন index পেজটি যেখানে আছে সেখানেই থাকে। সবকিছু বলা হল কিন্তু Favicon তৈরী করবেন কিভাবে? গুগল আছে না? Favicon Maker, Favicon Creator ইত্যাদি লিখে সার্চ দিন পেয়ে যাবেন পদ্ধতি।

হার্ডড্রাইভ ও পেনড্রাইভের ব্যাকগ্রাউন্ড পরিবতর্ন করুন

প্রথমে Start Menu -> Run এ Notepad লিখে এন্টান দিন। নোটপ্যাড চালু হবে। এরপর নিচের কোডটুকু টাইপ করুন:
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
IconArea_Image=myimage.jpg
myimage.jpg এর স্থানে আপনার পছন্দের ছবির এক্সটেনশন সহ নাম লিখুন। এবার File -> Save as ক্লিক করুন। Save as type: All files সিলেক্ট করুন। ফাইলটিকে desktop.ini নামে আপনার হাডর্ড্রাইভ বা পেনড্রাইভে সেভ করুন। একই লোকেশনে myimage.jpg ফাইলটি ও কপি করুন। এবার সেখানে গিয়ে দেখুন ব্যাকগ্রাউন্ড পরিবতর্ন হয়ে গেছে। আপনি যদি টেক্সট কালার পরিবর্তন করতে চান, তাহলে নিচের লাইনটুকু ও যোগ করে দিন।
iconarea_text=0x00FFFFFF

আইকন ও কার্সর তৈরী করার ছোট দুটি সফটওয়্যার

আমরা অনেকেই নিজের তৈরী করা আইকন দিয়ে নিজের কম্পিউটার সাজাতে চাই। তাদের জন্যই শুধু আমার আজকের এই সফটওয়্যারটি। ডাউনলোড করুন , চেষ্টা করুন এবং রাঙিয়ে তুলুন। আমাদের অনেকেরই নিজের হাতে তৈরি করা কার্সর ব্যবহার করতে ভাল লাগে। তাদের জন্য ANIFX সফটওয়্যার। এটি খুব ছোট (সাইজ ১.৪৬ mb)। এবং এটি ফ্রিওয়্যার সফটওয়্যার।

আমরা অনেকেই নিজের তৈরী করা আইকন দিয়ে নিজের কম্পিউটার সাজাতে চাই।
তাদের জন্যই শুধু আমার আজকের এই সফটওয়্যারটি।
ডাউনলোড করুন, চেষ্টা করুন এবং রাঙিয়ে তুলুন।
ডাউনলোড লিংক:
http://www.icofx.ro/files/icofxsetup.exe

পাল্টে ফেলুন ফেসবুকের থিম!

সবাই জানি এবং সবাই মানি এখনকার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হল ফেসবুক। সময় পেলে একবারের জন্য হলেও ঘুরে আসি প্রতিদিন। কিন্তু প্রতিদিন একই রকমের থিম দেখতে দেখতে আর ভালো লাগে না। অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি অতি সহজে থিম পালটে ফেলতে পারেন। ফলে অনেক মজার মজার থিম ইচ্ছে করলেই পাল্টানো যায়। আমরা সবাই জানি ফেসবুকে তা করা যায় না। তাই খুঁজতে লাগলাম কি ভাবে ফেসবুকে এই কাজটা করা যায়। খুঁজতে খুঁজতে পেয়ে ও গেলাম :)। খুব মজা পেয়েছিলাম তখন। তাই ভাবলাম এই মজাটুকু আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি আপনারা ও এই মজাটুকু উপভোগ করবেন।
আসা যাক কি ভাবে ফেসবুকে এটা করা যায়। আপনি ও পারবেন কঠিন কিছু নয়, খুব শহজ। প্রথমে এই লিংকে যান। দেখবেন হাতের বাম পাশে লিখা আছে install plugin ডাউনলোড করুন। ডাউনলোড শেষে সেটাপ করুন। আবার আগের জায়গায় ফিরে আসুন। দেখতে পাবেন অনেক গুলো মজার মজার থিম দেয়া আছে। View তে ক্লিক করে আপনি থিমটার বড় ছবি দেখতে পাবেন। যে থিমটি আপনার ভালো লাগবে সেটিকে install করুন। ব্যাস আপনার কাজ শেষ। এখন ফেসবুকে লগিন করে দেখে আসুন কেমন লাগে। মনে রাখবেন Chameleon Tom toolbar টি বন্ধ করা যাবে না। আমি Mozilla Firefox এ ব্যবহার করেছি।

গুগল দিয়ে খুঁজে বের করুন প্রয়োজনীয় ইমেজ


গুগলের Image Search দিয়ে প্রয়োজনীয় কোন ছবি খুঁজে বের করা খুব সহজ। আনেকেই এই ব্যাপারটা জানেন না। ফলে একটা ছবি খুঁজে বের করতে গিয়ে কত না কষ্ট করতে হয়। ধরা যাক, আপনি মালদ্বীপ বিচের কিছু ইমেজ যোগার করবেন। এজন্য যা করতে হবে:

০১. www.google.com এ যান।
০২. উপরে বাম পাশে Images এ Click করুন।
০৩. Search Box এ Maldives Beach লিখে Search Images বাটনে ক্লিক করুন।
০৪. অনেকগুলো চমৎকার ইমেজ দেখতে পাবেন।
০৫. পছন্দেরটি পিসিতে সেভ করে নিন।

Google থেকে জেনে নিন যেকোন শব্দের সংজ্ঞা

গুগলের Define অপারেটরটি ব্যবহার করে আপনি কোন সাইটে প্রবেশ না করে শুধুমাত্র সার্চ রেজাল্ট থেকেই যেকোন শব্দের সংজ্ঞা জেনে নিতে পারবেন। গুগল বিভিন্ন সাইট ঘেঁটে নিজেই আপনার জন্য আপনার প্রদত্ত শব্দটির বিভিন্ন সংজ্ঞা এনে হাজির করবে। যেমন ধরুন আপনি যদি জানতে চান mouse শব্দটির সংজ্ঞা কি, তাহলে গুগল সার্চে গিয়ে define:mouse লিখে সার্চ দিলেই দেখবেন মাউজের বিভিন্ন সংজ্ঞা এসে হাজির হয়ে গেছে। এখানে আমি define:mouse থেকে প্রাপ্ত সংজ্ঞাগুলো থেকে দুটি সংজ্ঞা উল্লেখ করলাম -

1. A hand-operated electronic device that controls the coordinates of a cursor on your computer screen as you move it around on a pad …2. A mouse (plural mice) is a small animal that belongs to one of numerous species of rodents …
দেখতেই পাচ্ছেন গুগল একজন সংজ্ঞা বিশারদও বটে।

আপনার ছবিটিতে স্পেশাল ইফেক্ট দিন খুব সহজে


আপনার ছবিটিকে বিভিন্ন স্পেশাল ইফেক্ট দিয়ে সবাইকে চমকে দিতে চান? ফটোশপ জানেন না বলে হ্যাঁ বলতে সাহস পাচ্ছেন না? কোন চিন্তা নেই। এর জন্য আপনার ফটোশপ প্রোগ্রাম সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান থাকার প্রয়োজন নেই। শুধু মাত্র ইন্টারনেটে ছবি ব্রাউজ করার মতো অভিজ্ঞতা থাকলেই হবে। আপনার হয়ে সব কাজ করে দেবে photofunia নামক ওয়েবসাইটটি। এই সাইটের স্পেশাল ইফেক্টগুলো ব্যবহার করে আপনি ছবিকে একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের মত সুন্দর করে তুলতে পারবেন।

photofunia সাইটে প্রবেশ করুন। প্রায় ১০১ টা ইফেক্ট থেকে আপনার পছন্দেরটাতে ক্লিক করুন। Chose File এ ক্লিক করে আপনার ছবিটি সিলেক্ট করুন। দেখুন চোখের পলকেই আপনার ছবিতে স্পেশাল ইফেক্ট যুক্ত হয়ে গেছে। এখন সেভ করে প্রিন্টও দিতে পারেন।

সত্যিকারের ফ্রি SMS!!!


অনেকে বিভিন্ন ফ্রী এস.এম .এস সাইট-এর ঠিকানা দিয়েছেন। কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যায় ফলাফল শূণ্য, হয় বাংলাদেশে আসে না অথবা ফ্রিতে করা যায় না। এই ওয়েবসাইটটা তার ব্যাতিক্রম। এখান থেকে যে কোন দেশে যত খুশি sms খুব দ্রুত পাঠাতে পারবেন।

ওয়েবসাইটটি হল http://www.wadja.com । এখানে রেজিস্ট্রেশন করার পর আপনি ফ্রি sms পাঠাতে পারবেন।


এস.এম.এস পাঠােনার িনয়ম-
১) নাম্বার বক্সে দেশের কোড + মোবাইল নং লিখুন (০০৮৮০১২৩৪৫৬৭৮৯ ০)
২) মেসেজ বক্সে মেসেজ লিখুন।
৩) সেন্ড বাটনে ক্লিক করুন।
৪) সিকিউরিটি কোডের জন্য অপেক্ষা করুন।
৫) সিকিউরিটি কোড আসলে তা নিচেরবক্সে লিখুন।
৬) হাত চিহ্নিত বিজ্ঞাপনে ক্লিক করুন

অনেকগুলো স্যাটেলাইট চ্যানেল অনলাইনে দেখুন সম্পূর্ন ফ্রি তে


পৃথিবীর কোন দেশের টিভি চ্যানেল দেখতে চান আপনি? আমি আপনাদের কে একটি ওয়েব সাইটের ঠিকানা দিচ্ছি আপনারা ইচ্ছা করলে পৃথিবীর অনেক দেশের টিভি চ্যানেল দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। লাগবেনা কোনো ডলার লাগবেনা কোনো টাকা। সাথে জনপ্রিয় হিন্দী চ্যানেলগুলো তো আছেই। আছে খেলাধুলার চ্যানেল। ওহ আরো আছে রেডিও, তাও শুনতে পারেন। আছে ইসলামিক চ্যানেল। আমার মনে হয় না আপনার বাসায় আর ক্যাবল কানেকশনের প্রয়োজন হবে :)। তবে হ্যাঁ, একটা জিনিস আপনার থাকতে হবে তা হল, হাই স্পীড ইন্টারনেট কানেকশন।

ওয়েব সাইটটি হল http://www.fomny.com । আর দেরি নয় এক্ষুনি দেখতে বসে যান।

ফটো এডিট করে নিন অনলাইনে!


আস্তে আস্তে আমরা ওয়েব বেজড কম্পিউটিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে এমন একটা সময় আসবে কম্পিউটারে সফটওয়্যার হিসেবে থাকবে শুধু একটা ব্রাউজার। অন্য কোন সফটওয়্যারই আপনার ইনস্টল করতে হবে না। ব্রাউজার চালু করে নির্দিষ্ট সার্ভিসের জন্য নির্দিষ্ট ওয়েবসাইট খুললেই হয়ে যাবে। এরই মধ্যে এরকম অনেক ওয়েব বেজড এপ্লিকেশন চালু হয়ে গেছে। যেমন:- ফাইল জিপ/আনজিপ করা, অডিও/ভিডিও ফাইল কনভার্ট করা, ওয়ার্ড প্রসেসিংয় ইত্যাদি সহ আরো অনেক কাজ এখন সরাসরি ইন্টারনেট থেকে করা যায়। আমরা অনেকেই আছি যারা ফটো নিয়ে কাজ করি। ফটো এডিটিং করি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে। এখন আপনাদেরকে একটা অনলাইন ফটো এডিটরের একটা খোঁজ দেব। এই এডিটর ব্যবহার করে আপনারা সরসরি অনলাইনে ফটো এডিট করতে পারবেন।

এই লিংকে প্রবেশ করুন। দেখবেন ওয়েব সাইটের পরিবর্তে একটা প্রোগ্রাম চালু হয়ে গেছে। যারা ফটোশপ, গিমপ ব্যবহারে অভ্যস্থ তাদের কাছে এটা অনেক চেনা চেনা মনে হবে। এবং খুব সহজেই এটার কাজ আয়ত্ব করে ফেলতে পারবেন।

একটি চমৎকার ফটো থেকে ফ্লাশ তৈরি করার সফটওয়্যার

undefinedনাম ও শিরোনাম দেখেই হয়তো বুঝে গেছেন Photo Flash Maker-এর কাজ কি হতে পারে। তবুও এর Feature গুলো সম্পর্কে আর একটু বলি।
=> MP3, WMA, WAV ইত্যাদি Format-এর Music/Song Add করা যায়।
=> এতে Hyperlink Add করা যায়, যাতে pop-out window-তে প্রদর্শন করার ব্যবস্থা আছে।
=> প্রায় ৫০টির ও বেশি Effect আছে।
=> XML-driven নামক একটি Option আছে। (ইহা যে কি তাহা আমিও জানিনা)
=> Auto-playback, repeat mode, Full screen mode তো আছেই।
=> Flash slideshow create ছাড়াও সরাসরি CD/DVD তে Burn এবং Web-এ Upload করা যায়।
=> এটি Windows XP, Wista, 7 এর সকল Version -এ কাজ করে।
এই লিংকে গিয়ে এর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর নিচের লিংক থেকে Download করতে পারেন।

Photo Flash Maker Free Version (Direct Link)

আসুন GooGle এর চাইতে শক্তিশালী Search Engine বানাই

undefined
 আসুন  GooGle এর চাইতে শক্তিশালী Search Engine বানাই। সবার আগে এই লিংকে ঘুরে আসুন। দেখুন  GooGle এর চাইতে কত শক্তিশালী Search Engine । ইহা বানানোর জন্য প্রথমে এই লিংকে যান। Click Your Style থেকে যে কোন একটি Style Select করুন এবং Search Engine এর নাম লিখুন। Create Custom Homepage-এ Click করুন। ব্যাস আপনার কাজ শেষ, এবার আপনিও হয়ে গেলেন GooGle এর চাইতে শক্তিশালী Search Engine-এর মালিক।

মোবাইল ফোনের জন্য একটি ফ্রি ওয়েবসাইট


 আমি এখন মোবাইল ফোনের জন্য একটি Website এর কথা জানাব যেখান থেকে Rungtones, Themes, Wallpapers, Video এবং Game Download করতে পারবেন।


http://www.zedge.net/

Search Engine এর নাম হয় যদি আপনার পছন্দ অনুযায়ী!!!

আপনার নামেই হতে পারে Search Engine এর নাম। ভাবছেন কিভাবে? Pimpmysearch নামের একটি ওয়েবসাইট আপনাকে এই সুবিধা প্রদান করবে। আর বোধহয় কিছু বলে দেবার প্রয়োজন নেই। বাকিটা আপনি দেখলেই বুঝতে পারবেন। তবুও বুঝতে না পারলে, pimpmysearch.com এ যান। আপনি যে নামে সার্চ ইঞ্জিন তৈরী করতে চান Search Box এ তা লিখুন। Create Now বাটনে ক্লিক করুন। তারপর Set as Home Page এ ক্লিক করুন। প্রতিবার ব্রাউজার চালু হলে এই পেজটাই প্রথমে আসবে।

ব্যবহার করুন বহনযোগ্য Google Earth


আমরা সবাই নিজের জগৎটাকে সাথে নিয়ে ঘুরতে ভালোবাসি। তাইতো আমাদের পেনড্রাইভে থাকে পছন্দের গান, ভিডিও আর ছবি। এতো গেলো নিজের জগৎটার কথা। কেমন হয় যদি পুরো জগৎটাকেই পেনড্রাইভে পুরে হাতের মুঠোয় আবদ্ধ করে ফেলা যায়? ভাবছেন কিভাবে? Google Earth 5 এর Portable ভার্শনে আছে এর উত্তর। Google Earth এর এই বিশেষ সংস্করণটি সম্পূর্নভাবে পেনড্রাইভে বহনযোগ্য। তাই এখন আপনি যে কোন সময়, যে কোন পিসি থেকেই গুগল আর্থে ঢুকতে পারবেন।

সবচেয়ে বড় সুবিধাটা হলো এটি আপনাকে ইন্সটল করতে হবে না। ডাটা যা ডাউনলোড হবে সব পেনড্রাইভের মধ্যেই একটা ফোল্ডারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। পেনড্রাইভ থেকে ডাবল ক্লিক করেই ঢুকতে পারবেন। শুধু প্রয়োজন একটি ইন্টারনেট সংযোগের। ক'দিন আগে টরেন্ট থেকে ডাউনলোড করেছিলাম এটা। পোস্টের কথা চিন্তা করে মিডিয়াফায়ারে আপলোড করে দিলাম। ডাউনলোড করলে Google Earth 5.0.11337.1968 Portable নামে একটি ফাইল পাবেন। এখন এটি পেনড্রাইভে যে কোন ফোল্ডারে রাখুন। শুধু একটা বিষয় খেয়াল রাখবেন যে ফোল্ডারে রাখবেন সেখানে thinstall নামে নতুন ফোল্ডার তৈরি করতে হবে। ব্যস এতোটুকুই! আপনার কাজ শেষ। উপভোগ করুন পুরো জগৎটাকে হাতের মুঠোয়। ডাউনলোড করুন এই লিংক থেকে।

গুগল আর্থের শর্টকাট কি

গুগল আর্থ দিয়ে আপনি ইচ্ছা করলে আপনার এলাকা অথবা পছন্দমত যে কোন দেশের অবস্থা দেখতে পারবেন। গুগল আর্থ ব্যবহারীরা এই শর্টকাট গুলো দিয়ে কাজ করতে পারবেন। শর্টকাট কি জানলে আপনি সহজে বিমান দিয়ে উড়ে বিশ্ব কে দেখতে পারবেন। শটকার্ট কি গুলা হচ্ছে...
Alt + F (English/Japanese)
Alt + F (French)
Alt + F (Italian)
Alt + D (German)
Alt + A (Spanish
Alt + E (English/Japanese)
Alt + M (French)
Alt + M (Italian)
Alt + B (German)
Alt + E (Spanish

ফাইল ওপেন করতে চাইলে ctrl+o
সেভ ইমেজ ctrl+alt+s
গুগল ম্যাপ দেখতে ctrl +alt+m
মেইল ভিউ ctrl+alt+E
ফাইল খোজার জন্য ctrl +F
রিনেম ctrl+M
নতুন জায়গার জন্য ctrl+shift+p
নতুন ফোল্ডার ctrl+shift+n
নেভিগেশন পরিবর্তন ctrl+t
নতুন পলিগন Ctrl+G
এগুলো ব্যবহার করে আপনি যে কোন সময় ঘুরে বেড়াতে পারবেন এক দেশ থেকে অন্য দেশে।

Taskbar এ তৈরী করুন নিজের মেনু বা Toolbar

সব সময় ব্যবহার করা হয় এমন Program এর Shortcut আমরা Desktop এ রাখি এবং অনেক সময় এর পরিমান এতো বেশী হয় যে, যা দেখতে খারাপ দেখায়। যদি এগুলোকে একটি মেনু বা Toolbar বানিয়ে Taskbar এ রেখে তা ব্যবহার করা যায় তা হলো অনেক ভাল হয়। তা হলে শুরু করা যাক। যা করতে হবে তা হলো, প্রথমে Desktop এ ১টি Folder তৈরী করুন। যে কোন নামে, মনে করি Folder টির নাম My Program। তার পর Desktop এ Shortcut গুলো Copy অথবা Cut করে My program নামক Folder এ Paste করুন। তারপর Taskbar এ Mouse এর রাইট বাটন ক্লিক করে Toolbars -> New Toolbar... এ ক্লিক করুন। তারপর Desktop থেকে My program নামক Folder টি সিলেক্ট করে Ok দিন। এখন দেখুন Taskbar এর ডান দিকে আপনার তৈরী করা Toolbar বা মেনু।

ইন্টারনেট ছাড়াই জিমেইল পড়ুন

ইমেইল ক্লাইন্টের নাম আমরা সবাই শুনেছি অনেকেই আউটলুক, ইউডোরা, থান্ডারবার্ডের মত ইমেইল ক্লাইন্ট ব্যবহার করে থাকেন। মেইল ক্লাইন্টের মাধ্যমে পপ সুবিধা থাকা মেইলগুলো ওয়েব মেইল থেকে ডাউনলোড হয়ে মেইল ক্লাইন্টে চলে আসে ফলে ইন্টারনেট ছাড়াই ইমেইল পড়া এবং লিখে সেভ করে রাখা যায়। কিন্তু সমস্যা হচ্ছে মেইল ক্লাইন্টে ওয়েবমেইলগুলো ডাউনলোড হয় ফলে ওয়েবমেইলে তা আর থাকে না, অন্য কোথাও থেকে আর পড়াও যায় না। যদিও জিমেইল পপ সুবিধা সাথে অনলাইনে মেইলের কপি রাখার ব্যবস্থা আছে। ফলে জিমেইল ব্যবহাকারীরা পপ সক্রিয় করে অন্য মেইল ক্লাইন্ট ব্যবহার করলে যে সুবিধা পেয়ে থাকে তাই পাওয়া যাবে জিমেইল অফলাইন দ্বারা। মূলত এটা জিমেইলকে অনলাইনের সাথে অফলাইনের যোগসূত্র তৈরী করে দিয়েছে। অফলাইনে জিমেইল ব্যবহার করতে হলে গুগল গিয়ার ইনস্টল করতে হবে।

এজন্য http://gears.google.com থেকে গুগল গিয়ার ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার জিমেইল খুলে সেটিংস থেকে Labs ট্যাবে যান এবং Offline এর Enable অপশন বাটন নির্বাচন করে Save Changes বাটনে ক্লিক করে সেভ করুন। সেভ হবার পরে জিমেইল পুনরাই সক্রিয়ভাবে লোড হবার পরে উপরের ডানে Offline0.2 এ ক্লিক করুন তাহলে Install offline access for Gmail ডায়ালগ বক্স আসবে এখানে Next করুন (যদি Gears Security Warning ডায়ালগ বক্স আসে তাহলে I trust this site চেক করে Allow বাটনে ক্লিক করুন।) এবং কোথায় কোথায় শটকাট নিবেন তা নির্বাচন করে Ok করুন, তাহলে ডাউনলোড (Finishing offline installation এবং পরে Synchronizing…) শুরু হবে। এটি মূলত ইউজারের Local Settings\Application Data এর মধ্যে সেভ হয়। সবশেষে Go into Flaky Connection Mode এ ক্লিক করুন। এরপরে ইন্টারনেট সংযোগ না থাকলেও তৈরী হওয়া শটকাটে ক্লিক করে অথবা https://mail.google.com/mail সাইটে গিয়ে মেইল পড়তে, লিখে সেভ করতে পারবেন। একই কম্পিউটারে, একই ব্রাউজারে, এভাবে একাধিক ইউজারের তথ্যও অফলাইন করে রাখা যাবে। এমনকি একই একাউন্ট একাধিক কম্পিউটারে অফলাইন করে রাখা যাবে। আর পোর্টেবল ফায়ারফক্সে ব্যবহার করলেতো কথাই নেই, ইচ্ছেমত বহন করা যাবে (সিডিতে রাইট করেও রাখা যাবে) আর অপারেটিং সিস্টেম পরিবর্তন বা নতুন করে ইনস্টল করলেও সমস্যা নেই। জিমইেল অফলাইন আপতত উইন্ডোজ (এক্সপি+), ম্যাক এবং লিনাক্সে ইন্টারনেট এক্সপ্লোরার৬+, ফায়ারফক্স ১.৫+, সাফারিতে সর্মথন করবে। এছাড়াও সকল ধরনের তথ্যই জিমেইলের অফিসিয়াল ব্লগ http://gmailblog.blogspot.com থেকে পাওয়া যাবে।

তৈরী করুন আপনার ব্যক্তিগত ওয়াপ সাইট

এই সাইট থেকে অল্প সময়ে এবং কোন পেজ হোস্টিং ছাড়াই করে নিন আপনার ব্যক্তিগত ওয়াপ সাইট। প্রায় সব ধরনের মোবাইল সেট থেকে এই সাইটে আপনি ব্রাউজ করতে পারবেন। এই সাইটে রেজিষ্ট্রেশন করে খুব সহজে মিডি, ওয়ালপেপার, সফটওয়্যার ইত্যাদি আপলোড করা যায়। আপনার ইচ্ছানুযায়ী মিডি/ওয়ালপেপার/সফটওয়্যার আলাদা আলাদা আপলোড এবং ব্যাকগ্রাউন্ড, ফন্ট এর কালার পরিবর্তন করে তৈরী করে নিতে পারেন আপনার সাইটটি।

তাছাড়া এর আগে আমি একটি কলাম লিখেছিলাম যে, x100, x200, c140 সহ ইত্যাদি সেটগুলোর জন্য মোবাইল সেটে গান। অনেকে হয়তো ভয়েজ রিংটোন তৈরী করতে সক্ষম হয়েছেন। কিন্তু আপলোডের জন্য ব্যবহার করতে পারছেন। এই সাইটে একটি রেজিষ্ট্রেশন তৈরী করে আপনার মোবাইলে আপনার পছন্দের রিংটোনটি ডাউনলোড করতে পারেন।

ইন্টারনেট স্পীড খারাপ হলেও ব্রাউজ করুন আপনার প্রিয় সাইটগুলো

আমাদের বাংলাদেশী ইন্টারনেট ব্যবহারকারীদের মুখে যেই অনুযোগটি সবচেয়ে বেশী শোনা যায় তা হচ্ছে ইন্টারনেট স্পীডের বেহাল অবস্থা কথা। আমরা অনেকেই জানিনা যে জনপ্রিয় সাইটগুলোর ওয়েব ভার্শন এর পাশাপাশি মোবাইল/ওয়াপ ভার্শন ও থাকে। এই ওয়াপ ভার্শনগুলোর সাহায্যে ডায়ালআপ ইউজাররাও সহজেই ব্রাউজ করতে পারবেন। যেমন ধরুন, কম গতির ইন্টারনেট কানেকশনে www.cricinfo.com সাইটি লোড হতে অনেক সময় নেয়। অথচ এই সাইট এর মোবাইল ভার্শন m.cricinfo.com কম গতির ইন্টারনেট কানেকশনেও দারুন চলে। তেমনিভাবে www.facebook.com সাইট এর বদলে ব্যবহার করতে পারেন lite.facebook.com কিংবা m.facebook.com। ইন্টারনেট এর মাধ্যমে ফ্রী এসএমএস পাঠানোর জনপ্রিয় সাইট www.wadja.com এর সকল সুবিধাই পাবেন এর মোবাইল ভার্শন m.wadja.com এ।

এভাবে আপনি আপনার অন্যান্য প্রিয় সাইটগুলির মোবাইল/ওয়াপ সাইটগুলো ব্যবহার করতে পারেন। আপনারা অনেকেই হয়ত জানেন না এই সাইটের ও মোবাইল ভার্শন আছে যা আপনি মোবাইল ফোন থেকে প্রবেশ করলেই বুঝতে পারবেন। আমার নেট প্রায় সময়ই ঝামেলা করে। কালকে হয়ত স্পিড ভাল আবার আজকে খারাপ। তাই বলে কি আজকে প্রিয় সাইটগুলো ব্রাউজিং করা থেমে থাকবে? --কক্ষনই না!

রেকর্ড করুন স্পিকারের সাউন্ড

অনলাইনে ঘুরতে ঘুরতে অনেক ওয়েবসাইট দেখি যেগুলোতে গান শুনতে দেয় কিন্তু ডাউনলোড করতে দেয় না। অনেক সময় দেখা যায় এসব সাইটে পছন্দের গান পাওয়া যায় কিন্তু ডাউনলোড করতে না পারায় কষ্ট লাগে। তাহলে কি করা যায় ? এই সমস্যার সমাধান দিতে পারে PCWin Speaker Record নামে ৭৬৮ কেবি এর ছোট একটা সফটওয়্যার। আপনি এই  সফটওয়্যারের সাহায্যে আপনার কম্পিউটারের স্পীকারে বাজতে থাকা যেকোন শব্দ রেকর্ড করতে পারবেন। এই সাউন্ড আবার 128 Kbps CD quality তে  mp3 বা wav file হিসেবে Save করতে পারবেন।

ডাউনলোড করতে ক্লিক করুন এখানে
সফটওয়্যারটি চালাতে MPEG Layer 3 Audio Encoder দরকার হবে। সেটি পেতে ক্লিক করুন এখানে
সফটওয়্যারটির ব্যবহার খুব সহজ। ডাউনলোড করে ইন্সস্টল করুন। তারপর স্পীকারে যেকোন একটা সাউন্ড বাজান। এবার সফটওয়্যারটি চালু করে কোন ফরম্যাটে আপনি সাউন্ড রেকর্ড করতে চান তা সিলেক্ট করে Start Recording click করুন। তারপর পছন্দমত স্হানে Stop Recording click করুন। তাহলে সেভ ডায়ালগ বক্স আসবে, এখানে ফাইলের একটা পছন্দসই নাম দিয়ে সেভ করুন। শেষ হয়ে গেলে কোন প্লেয়ারে বাজিয়ে সাউন্ডটা টেস্ট করে দেখুন।

কম্পিউটার পরিস্কার করুন সফ্টওয়ার দিয়ে ।

কম্পিউটার পরিস্কার করা ঝামেলার কাজ ।
রেজিস্ট্রি কী !
URL
Temporary file
ডাউনলোড এবং USE
ccleaner free software
to download http://www.ccleaner.com/

রেডিও

ডাউনলোড করুন এখান থেকে

ফটোসপের ফাটাফাটি ব্রাশ ডাউনলোড করুন

ব্রাশ এর কাজ সম্পর্কে আশাকরি আর কিছু বলা লাগবে না। ব্রাশ সম্পর্কে জানতে এই পোষ্টটি দেখতে পারেন।
আজও কিছু ব্রাশ নিয়ে হাজির হলাম। যারা ব্রাশ নিয়ে কাজ করছেন তারা প্লিজ একটি করে হলেও তাদের করা কাজ আমাদের মাঝে শেয়ার করুন-
১। নামঃ 2 Spiral Photoshop Brushes
http://th07.deviantart.net/fs71/300W/i/2009/343/a/d/Stars_and_Suits_Brushes_by_Subtleknees.jpg
ডাউনলোড
২। নামঃ 40 Hi-Res Snowflake Photoshop Brushes
http://www.brushesdownload.com/images/brushes/4169.jpg
ডাউনলোড
৩। নামঃ Retro Vector Shapes Brushes
http://fc03.deviantart.net/fs29/i/2008/140/c/6/Retro_Vector_Shapes_Brushes_by_Scully7491.jpg
ডাউনলোড
৪। নামঃ Twirl Brushes Set 1
http://th00.deviantart.net/fs25/300W/i/2008/148/1/9/Twirl_Brushes_Set_1_by_xCassiex24.jpg
ডাউনলোড
৫। নামঃ Magic Brushes
http://th01.deviantart.net/fs42/300W/i/2009/143/e/c/Magic_Brushes_by_Coby17.jpg
ডাউনলোড
৬। নামঃ Evasion Brush Set
http://th07.deviantart.net/fs50/300W/i/2009/301/7/3/Evasion_Brush_Set_by_ShiftyJ.jpg
ডাউনলোড

৭। নামঃ Cloud Brushes
http://th08.deviantart.net/fs70/300W/i/2009/344/0/1/Cloud_Brushes_by_RoseCabriolet.png
ডাউনলোড
৮। নামঃ water_drops
http://s1.photoshop-free-brushes.com/wp-content/uploads/image/mineral_sky/022_water_drops.jpg
ডাউনলোড
৯। নামঃ floral_brushes
http://s1.photoshop-free-brushes.com/wp-content/uploads/image/flowers/058__floral_brushes.jpg
ডাউনলোড
১০। নামঃ snowflakes
http://s1.photoshop-free-brushes.com/wp-content/uploads/image/religion/008_snowflakes.jpg

ডাউনলোড
কিছু ওয়েবসাইট যেগুলোতে ব্রাশ ডাউনলোড করা যায়
http://www.brusheezy.com/
http://getbrushes.com/
http://www.brushesdownload.com/
http://www.psbrushes.net/
http://123freebrushes.com/
http://www.photoshopbrushes.com/
http://www.noupe.com/photoshop/
http://photoshop-free-brushes.com/
http://myphotoshopbrushes.com/
http://www.brushdownload.com/
http://www.coolbrushes.com/
http://www.photoshopsupport.com/

সুন্দর ওয়ালপেপার

আমাদের প্রত্যেকের কম্পিউটারের ডেস্কটপে একটা সুন্দর ওয়ালপেপার থাক এটা আমরা সবাই পছন্দ করি । কিন্তু হাই রেজুলেশনের বা অনেক ভালো কোয়ালিটির ওয়ালপেপার হয়ত খুঁজে পাওয়া তত সহজ নয় ।
এখানে আরেকটা ব্যাপার জড়িত তা হল আপনি যদি আপনার মনিটরের রেজুলেশনের মাপে একটা ওয়ালপেপার সেট করেন সেটা যত ভাল ভাবে ফিট হবে আলাদা রেজুলেশনের ক্ষেত্রে সেটা কিন্তু হবে না ।
আমি যে সাইটগুলোর নাম বলব সেগুলোতে আপনার মনিটরের রেজুলশনের সাথে সামঞ্জস্য রেখে আপনি ওয়ালপেপারগুলো ব্রাউজ ও ডাউনলোড করতে পারবেন । তাছাড়া ক্যাটাগরি অনুযায়ী ব্রাউজ করার সুবিধাও আছে ।

১. http://www.dream-wallpaper.com
২. http://www.wallpaperstop.com
৩. http://www.myhdwallpaper.com
৪. http://vistaback.com
৫. http://www.widewallpapers.net
৬. http://wallpapers.jootix.com

wallpaper for destop

অনেক দিন ভাবিয়া তারপর শেয়ার করলাম।আপনার destop কে সাজান নতুন রুপে । নিচের লিঙ্ক হতে ডাউনলোড করে নিন এবং একটি সুন্দর রুপ দিন ঃ-
http://register.freeze.com/download/ind … b70ea0ac65

ডিলিট ফাইল ফিরে পেতে

ভুল করে কোন ছবি, টেকস্ট ফাইল, ভিডিও অথবা যে কোন ফাইল মুছে গেলে খুব সহজেই ফিরে পেতে রিকিউভা বেশ জনপ্রিয়। এটি কয়েকটি ধাপে কাজ করে। সব চেয়ে মজার ব্যপার এটি পেন ড্রাইভ থেকেও চালান যায়। এটি একটি মুক্ত সপট অয়ার। এই লিংক থেকে ডাউনলোড করা যাবে। http://www.ziddu.com/download/4874828/Recuva.rar.htmlআশা করি এটি আপনাদের কাজে আসবে।

এবার আপনার চোখের যত্ন নেবে কম্পিউটার (গুরুর্ত্বপূর্ণ)

যারা দীর্ঘদিন ধরে কম্পিউটার ব্যবহার করছেন। তা বেশীর ভাগই চোখের কোন না কোন সমস্যায় ভুগে থাকেন। একে বলা হয় ভিষন সিন্ড্রম। যা হোক এবার থেকে কম্পিউটার আপনার বিষয়টি দেখবে। কিভাবে???
আমরা দিনের বেলায় মনিটরের যে পরিমাণ ব্রাইটনেসে কাজ করতে পারি। রাতের বেলায় তা চোখে লাগে, মাত্র ৫৪৮ কি.বা এর একটি সফট আপনার মনিটরের লাইট অটোমেটিক আপনার চোখের সাথে এডজাষ্ট করবে।
সঠিক এডজাষ্টমেন্ট পেতে আপনার কম্পিউটারের সময় তারিখ ও দেশ ঠিক রাখূন
ডাউন লিংক...
http://www.mediafire.com/file/qmini221krk/monitor light controler.exe

মাউসের রাইট বাটনে মেনু সেটআপ

আমরা মাউসের ডান বোতাম চাপলে দেখি মেনু চলে আসে। যা দ্বারা আমরা দ্রুত কিছু কাজ করতে পারি। যেমন, ডেস্কটপের আইকন এ্যরেঞ্জ করা, রিফ্রেশ করা, ফোল্ডার ক্রিয়েট, প্রোপার্টি দেখা ইত্যাদি। কিন্তু এতে আমাদের নিজস্ব কোন কাজ দ্রুত করার মেনু নাই। যেমন, আপনি ইচ্ছা করলেই আপনার ব্যাক্তিগত ফাইল দেখা, ভিডিও/অডিও ফোল্ডারে খোলা, নোটপ্যাড, ওয়ার্ড খোলা ইত্যাদি।
কিন্তু ‘শক বুকমার্ক‘ প্রোগ্রামটি দিয়ে আপনি আপনার পছন্দের মেনু সেখানে এ্যাড করতে পারবেন। তখন মাউসের ডান বোতাম চাপলেই সেই মেনুটি পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনার নিচের লিংক থেকে সফ্টওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
http://www.docs.kr/entry/Download-Shock-Bookmark-en
‘Setup_ShockBookmark.exe‘ - এই ফাইলটি ডাউনলোড করুন। ফাইলটির সাইজ ৫৮৯ কিলোবাইট।
এইবার ইনস্টল করুন। ইনস্টল করা শেষ হলে ডেস্কটপে মাউসের ডান বোতাম চাপুন। দেখুন নতুন একটি মেনু তৈরি হয়েছে ‘Shock Bookmark‘ নামে। ছবিটি দেখুন।
http://forum.projanmo.com/uploads/2008/11/1436_download.blog.jpeg
- এইবার ‘Option‘ এ যান। ‘Group‘, ‘Path‘, ‘File‘, ‘URL‘ ব্যবহার করে কাজ করতে হবে।
- ‘Group‘ এর দ্বারা গ্রুপ তৈরি করা যেমন, ‘Program‘। মনে করুন প্রোগ্রাম গ্রুপটিতে আপনি নোটপ্যাড রাখতে চান। তাহলে :
১. Group এ ক্লিক করুন।
২. নাম দিন। এন্টার করুন।
৩. File এ ক্লিক করুন।
৪. উইন্ডোজ ফোল্ডার থেকে ‘NOTEPAD.EXE‘ সেলেক্ট করুন। এন্টার করুন।
৫. একটি নাম দিন যা ডিসপ্লে করবে, যেমন : ‘Notepad‘।
৬. ‘Save‘ বাটনে ক্লিক করুন। (উপরে রয়েছে)
৭. ফাইলের নাম দিয়ে আপনার ব্যাক্তিগত সংগ্রহে রেখে দিন। পরবর্তীতে ব্যবহার করার জন্য।
৮. ‘Exit‘ বাটনে ক্লিক করে বের হয়ে আসুন।
এইভাবে আপনি আপনার ব্যাক্তিগত ফাইল, অন্যান্য প্রোগ্রাম, গানের ফোল্ডার, ভিডিও ফোল্ডার ইত্যাদি এ্যাড করতে পারবেন। এছাড়াও এই সাইটের অন্যান্য সফ্টওয়্যার ব্যবহার করে আপনি আপনার ডেস্কটপকে থ্রীডি রূপ দিতে পারবেন এবং আরও অনেক ধরনের কাজ করতে পারবেন।

মাউসের কেরামতি দেখুন।

এতদিন তো সবাই কি-বোর্ড সর্টকার্ট দেখে এসেছেন বা ব্যবহার করেছেন । কিন্তু কখনও কি মাউসের সর্টকার্ট দেখেছেন। দেখুন মাউস সর্টকার্ট  কিভাবে ডিজিটাল লাইফকে আরও বেগবান, গতিশীল করে।
সফর্টওয়্যারটি ডাউনলোড করুন। তারপর সফটওয়্যারটি ওপেন করুন দেখুন কোন শর্টকার্ট কি কাজ করে। মাউসের ডান বাটন চেপে আপনার প্রয়োজনীয় সর্টকার্ট তৈরী করুন। মাত্র   ১.৫৮ মেগাবাইট
ডাউন লিংক.
http://www.mediafire.com/file/mlmdijndm3y/Sensiva_3.exe

ছোট পর্দার ভিডিও বড় পর্দায় কনভাট করুন

এখন যে সব মুভি/ভিডিও গান তৈরী হচ্ছে সেগুলো বেশীর ভাগ হাফ পর্দা/স্ক্রিন হয়ে থাকে । সেগুলো মোবাইলের ছোট পর্দায়  খুব ভাল দেখা যায় না। কিন্তু সে মুভি/ভিডিও যদি ফুল পর্দা/স্ক্রিন করা যায় তাহলে কেমন হয়। হে ছোট একটা সফটওয়ারের মাধ্যমে কাজটি আমরা করতে পারি ।
প্রথমে এখান ডাউনলোড করে নিন ।
মূল ডেভলোপারের সাইটে
TMPGEnc ফাইলটি ওপেন করুন... বাকী কাজ  নিচের চিত্রের মত করি...
১। http://h.imagehost.org/0363/1_49.jpg
Next..
২। http://a.imagehost.org/0308/2_24.jpg
আপনার ভিডিও ফাইলটি নির্বাচন করুন > Next..
৩। http://h.imagehost.org/0048/3_4.jpg
Clip frame এ টিক...
৪। http://h.imagehost.org/0825/4_10.jpg
প্রয়োজন মত কাল অংশটুকু কমিয়ে দিন ..
৫। http://h.imagehost.org/0561/5_6.jpg
সেভ করার জন্য জায়গা নির্ধারন করে দিন.. Next
এবার কিছুক্ষন অপেক্ষা করুন।

হিডেন ফাইল খোলার জন্য

সুপার হিডেন খোলার জন্য কমান্ড এর ব্যবহার করা যায়।কিন্তু অনেক নতুন ব্যবহার কারী হয়তো কমান্ড এর ব্যবহার সহজে করতে পারবে না বা পারে না।
তাদের জন্য আমার এ অল্প কথার ছোট্ট টিউন।

http://i45.tinypic.com/fp36ko.png 
ডাইনলোড করুন এখান থেকে অথবা http://www.ziddu.com/download/10254224/HiddenFileTool.rar.html

Convert করুন দুনিয়ার যত একক ....




প্রথমেই বলে নিই, লেখাটার টাইটেলের সাথে বাস্তবের মিল ১০০% নাও থাকতে পারে
যাইহোক Software টির নাম "Convert" । এই একটা software দিয়ে অত্যন্ত সহজে Density, Distance, Energy, Force, Mass, Power, Angle, Area, Pressure, Speed, Temperature, Time, Volume... ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছুর একক কনভার্ট করতে পারবেন । আমি এ পর্যন্ত যতগুলো কনভার্ট করতে চেয়েছি সবই পেয়েছি এতে । তবে কোন একক বাদ পড়লেও পড়তে পারে ।
< ১ মেগাবাইটের এই ফ্রী software টি এখান থেকে Download করে নিন ।
সেটাপ ও জিপ এই দুই ধরনের ফরমাটেই আছে । যেকোন একটা ব্যবহার করতে পারেন । তো মন চাইলে চেস্টা করে দেখুন ...

কিছু সফটওয়ার এর ওয়েবসাইট

আমরা হয়তো অনেক সফটওয়ার ই মনে মনে খুজে বেড়াই। একটা নির্দিষ্ট কাজের কোন সফটওয়ার হয়তো আপনি খুজছেন, কিন্তু সফটওয়ারের নাম না জানায় গুগলে সার্চও দিতে পারেন নি। যাই হোক নিচে কিছু সফটওয়ারের ওয়েবসাইট দেয়া হল। সময় পেলে নিজের প্রয়োজনের সফটওয়ারটি খুজে দেখতে পারেন।
www.tucows.com OS: Windows, Mac, Linux
www.softpedia.com OS: Windows, Mac, Linux
www.fiberdownload.com OS: Windows
www.filehippo.com OS: Windows
www.vista-files.org OS: Windows
www.coredownload.com OS: Windows
www.download25.com OS: Windows
www.accelerated-ideas.com OS: Windows
www.geardownload.com OS: Windows
www.download2pc.com OS: Windows
www.eurodownload.com OS: Windows
www.daolnwod.com OS: Windows
www.4pcsoft.com OS: Windows
www.softtester.com OS: Windows
www.softwarelode.com OS: Windows
www.cleansofts.com OS: Windows
www.downloadsofts.com OS: Windows
www.dailysofts.com OS: Windows
www.soft20.com OS: Windows
www.idownload.ws OS: Windows
www.bluechillies.com OS: Windows , Mac
www.redsofts.com OS: Windows
www.download32.com OS: Windows, Mac, Linux
www.download3k.com OS: Windows
www.filecluster.com OS: Windows
www.bestshareware.net OS: Windows
www.filesland.com OS: Windows
www.bestvistadownloads.com OS: Windows
www.lastdownload.com OS: Windows
www.convertzone.com OS: Windows
www.topshareware.com OS: Windows
www.yankeedownload.com OS: Windows
www.softarea51.com OS: Windows
www.filespack.com OS: Windows, Mac
www.ezesoftware.co.uk OS: Windows
www.softodown.com OS: Windows
www.5starsoft.com OS: Windows
www.softwareplaz.com OS: Windows
www.findmysoft.com OS: Windows, Mac
www.softsea.com OS: Windows
www.shareware4web.com OS: Windows
www.software.ivertech.com OS: Windows
www.padtube.com OS: Windows, Mac, Linux
www.softviewer.com OS: Windows
www.filebuzz.com OS: Windows
www.downbroad.com OS: Windows, Mac, Linux
www.pcwin.com OS: Windows
www.softwaregeek.com OS: Windows
www.xentrik.net OS: Windows
www.itshareware.com OS: Windows
www.sharewareupdate.com OS: Windows
www.downloadscafe.com OS: Windows
www.fivesign.com OS: Windows
www.filehungry.com OS: Windows, Mac, Linux
www.freevistafiles.com OS: Windows
www.stanleyhero.com OS: Windows
www.dltube.net OS: Windows, Linux
www.fileguru.com OS: Windows
www.freshshare.com OS: Windows
www.fileflash.com OS: Windows
www.freesafesoft.com OS: Windows
www.download3000.com OS: Windows, Mac
www.downloadtube.com OS: Windows, Mac, Linux
www.freesharewarecenter.com OS: Windows
www.finkia.com OS: Windows, Mac, Linux
www.x64bitdownload.com OS: Windows
www.bestsoftware4download.com OS: Windows
www.down64.com OS: Windows
www.supershareware.com OS: Windows
www.freedownload32.com OS: Windows
www.trialr.com OS: Windows
www.rosoftdownload.com OS: Windows, Mac, Linux
www.downloadready.com OS: Windows
www.123-free-download.com OS: Windows
www.filedudes.com OS: Windows
www.download.cnet.com OS: Windows, Mac, Linux
www.pcworld.com OS: Windows
www.onlyfreewares.com OS: Windows
www.kioskea.net OS: Windows
www.mytopfiles.com OS: Windows
www.fileforum.betanews.com OS: Windows
www.nonags.com OS: Windows
www.majorgeeks.com OS: Windows, Mac

প্রজেক্ট আইডিয়া : বাংলা স্পেল চেকার
















বাংলাতে লিখছি হটাৎ মনে হল এই শব্দটাতে কি “ি” হবে নাকি “ী” হবে, “স” হবে নাকি “ষ” হবে ইত্যাদি। আমার মনে হয় সবারই কম-বেশি এরকম হয়। সামহোয়্যাইনের ব্লগার সার্চ অপশনটা দেখে হটাৎ মাথায় আইডিয়া এসে গেলো। ভাবলাম এইভাবে তো বাংলা স্পেল চেকার ও বানানো সম্ভব। লেগে গেলাম কাজে। আগেই বলে নেওয়া ভাল আমি ভাই প্রোগ্রামার না। এমনকি আমার কাজ ও প্রোগ্রামিং সংক্রান্ত না। যেসব বিষয় জোড়াতালি দিয়ে এটি আমি বানিয়েছি তা হল:
১. সামহোয়্যারইনের ব্লগার সার্চ থেকে আইডিয়া
২. BComplete স্ক্রিপ্ট
৩. Bangla Input Manager for Web Pages
৪. বিজয় অভিধান থেকে শব্দ তালিকা
যারা প্রোগ্রামার আছেন তাদেরকে অনুরোধ করব এটার আরো উন্নয়ন সাধন করার জন্য। ডাউনলোড করুন এই লিংক থেকে।