
আমরা সবাই নিজের জগৎটাকে সাথে নিয়ে ঘুরতে ভালোবাসি। তাইতো আমাদের পেনড্রাইভে থাকে পছন্দের গান, ভিডিও আর ছবি। এতো গেলো নিজের জগৎটার কথা। কেমন হয় যদি পুরো জগৎটাকেই পেনড্রাইভে পুরে হাতের মুঠোয় আবদ্ধ করে ফেলা যায়? ভাবছেন কিভাবে? Google Earth 5 এর Portable ভার্শনে আছে এর উত্তর। Google Earth এর এই বিশেষ সংস্করণটি সম্পূর্নভাবে পেনড্রাইভে বহনযোগ্য। তাই এখন আপনি যে কোন সময়, যে কোন পিসি থেকেই গুগল আর্থে ঢুকতে পারবেন।
সবচেয়ে বড় সুবিধাটা হলো এটি আপনাকে ইন্সটল করতে হবে না। ডাটা যা ডাউনলোড হবে সব পেনড্রাইভের মধ্যেই একটা ফোল্ডারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। পেনড্রাইভ থেকে ডাবল ক্লিক করেই ঢুকতে পারবেন। শুধু প্রয়োজন একটি ইন্টারনেট সংযোগের। ক'দিন আগে টরেন্ট থেকে ডাউনলোড করেছিলাম এটা। পোস্টের কথা চিন্তা করে মিডিয়াফায়ারে আপলোড করে দিলাম। ডাউনলোড করলে Google Earth 5.0.11337.1968 Portable নামে একটি ফাইল পাবেন। এখন এটি পেনড্রাইভে যে কোন ফোল্ডারে রাখুন। শুধু একটা বিষয় খেয়াল রাখবেন যে ফোল্ডারে রাখবেন সেখানে thinstall নামে নতুন ফোল্ডার তৈরি করতে হবে। ব্যস এতোটুকুই! আপনার কাজ শেষ। উপভোগ করুন পুরো জগৎটাকে হাতের মুঠোয়। ডাউনলোড করুন এই লিংক থেকে।
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.