Friday, November 12, 2010

গুগল আর্থের শর্টকাট কি

গুগল আর্থ দিয়ে আপনি ইচ্ছা করলে আপনার এলাকা অথবা পছন্দমত যে কোন দেশের অবস্থা দেখতে পারবেন। গুগল আর্থ ব্যবহারীরা এই শর্টকাট গুলো দিয়ে কাজ করতে পারবেন। শর্টকাট কি জানলে আপনি সহজে বিমান দিয়ে উড়ে বিশ্ব কে দেখতে পারবেন। শটকার্ট কি গুলা হচ্ছে...
Alt + F (English/Japanese)
Alt + F (French)
Alt + F (Italian)
Alt + D (German)
Alt + A (Spanish
Alt + E (English/Japanese)
Alt + M (French)
Alt + M (Italian)
Alt + B (German)
Alt + E (Spanish

ফাইল ওপেন করতে চাইলে ctrl+o
সেভ ইমেজ ctrl+alt+s
গুগল ম্যাপ দেখতে ctrl +alt+m
মেইল ভিউ ctrl+alt+E
ফাইল খোজার জন্য ctrl +F
রিনেম ctrl+M
নতুন জায়গার জন্য ctrl+shift+p
নতুন ফোল্ডার ctrl+shift+n
নেভিগেশন পরিবর্তন ctrl+t
নতুন পলিগন Ctrl+G
এগুলো ব্যবহার করে আপনি যে কোন সময় ঘুরে বেড়াতে পারবেন এক দেশ থেকে অন্য দেশে।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.