
ইদানিং চ্যাট করার জন্য Google Talk একটি জনপ্রিয় সফটওয়্যার। আপনার একটি Gmail আইডি থাকলেই এই সফওয়্যারের মাধ্যমে চ্যাট করতে পারবেন। Google Talk সাধারনত একটা পিসিতে একটা উইন্ডোর বেশি রান হয় না। ফলে আপনার যদি একাধিক Gmail আইডি থাকে সবগুলো থেকে এক সাথে লগিন করতে পারবেন না। অথবা এক পিসিতে কয়েকজন এক সাথে লগিন করতে চাইলে তাও সম্ভব নয়। তবে মন খারাপ করার কিছু নেই। চেষ্টা করলে সব কিছুতেই একটা না ব্যবস্থা হয়ে যায়। চলুন দেখি কত সহযে উপরোক্ত সীমাবদ্ধতা দুর করা যায়।
ধরে নিচ্ছি, আপনার পিসিতে C:\Program Files\Google\Google Talk\ লোকেশনে Google Talk ইনস্টল করা আছে।
১. ডেস্কটপে খালি যায়গায় রাইট ক্লিক করে New -> Shortcut এ ক্লিক করুন।
২. Type the location of the item: এর নিচের টেক্সট বক্সে নিচের লেখাটি কপি করে পেস্ট করুন।
"C:\Program Files\Google\Google Talk\googletalk.exe" /nomutex
৩. Next দিন।
৪. Finish দিন।
ডেস্কটপে Google Talk এর একটা শর্টকাট দেখতে পাবেন। এই শর্টকাট থেকে যত খুশি Google Talk রান করতে পারবেন।
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.