
আপনার ছবিটিকে বিভিন্ন স্পেশাল ইফেক্ট দিয়ে সবাইকে চমকে দিতে চান? ফটোশপ জানেন না বলে হ্যাঁ বলতে সাহস পাচ্ছেন না? কোন চিন্তা নেই। এর জন্য আপনার ফটোশপ প্রোগ্রাম সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান থাকার প্রয়োজন নেই। শুধু মাত্র ইন্টারনেটে ছবি ব্রাউজ করার মতো অভিজ্ঞতা থাকলেই হবে। আপনার হয়ে সব কাজ করে দেবে photofunia নামক ওয়েবসাইটটি। এই সাইটের স্পেশাল ইফেক্টগুলো ব্যবহার করে আপনি ছবিকে একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের মত সুন্দর করে তুলতে পারবেন।
photofunia সাইটে প্রবেশ করুন। প্রায় ১০১ টা ইফেক্ট থেকে আপনার পছন্দেরটাতে ক্লিক করুন। Chose File এ ক্লিক করে আপনার ছবিটি সিলেক্ট করুন। দেখুন চোখের পলকেই আপনার ছবিতে স্পেশাল ইফেক্ট যুক্ত হয়ে গেছে। এখন সেভ করে প্রিন্টও দিতে পারেন।
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.