
বতর্মানে অধিকাংশ ওয়েবসাইটের ইউআরএল অংশে একটি ছোট সাইজের ছবি দেখতে পাওয়া যায়। এই ছবিটিকে Favicon নামে অভিহিত করা হয়। ছবিটির সাইজ সাধারণত 16*16 পিক্সেলের হয়ে থাকে। আপনার সাইটে আপনি নিম্নোক্তভাবে আপনার পছন্দের Favicon যুক্ত করতে পারেন:–
আপনার ওয়েবসাইটের index পেজটি ওপেন করুন। এরপর <head> এবং </head> ট্যাগের মাঝখানে টাইপ করুন –
<link rel="shortcut icon" href="/favicon.ico">
এখানে favicon.ico হচ্ছে আপনার পছন্দের তৈরীকৃত favicon আইকনটি। কিন্তু আপনি যদি চান আপনার favicon টি অ্যানিমেটেড হউক, তাহলে টাইপ করুন –
<link rel="icon" type="image/gif" href="/favicon.gif">
এখানে favicon.gif হচ্ছে আপনার পছন্দের অ্যানিমেটেড gif টি যাকে আপনি favicon হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন। মনে রাখবেন, এক্ষেত্রে favicon টি অবশ্যই আপনার ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং লক্ষ্য রাখবেন আপনার favicon টি যেন index পেজটি যেখানে আছে সেখানেই থাকে। সবকিছু বলা হল কিন্তু Favicon তৈরী করবেন কিভাবে? গুগল আছে না? Favicon Maker, Favicon Creator ইত্যাদি লিখে সার্চ দিন পেয়ে যাবেন পদ্ধতি।
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.