Friday, November 12, 2010

Windows XP তে System Properties এ লোগো এবং তথ্য যোগ করুন


ব্যাপারটা অনেক পুরনো কিন্তু অনেকেই এটা জানে না। যারা জানে না তাদের জন্যই এই লেখা। আপনারা হয়ত খেয়াল করে থাকবেন, বেশিরভাগ ব্র্যান্ড ল্যাপটপ/ডেস্কটপ পিসিগুলোর System Properties এ ব্র্যান্ডের লোগো সহ কিছু তথ্য থাকে। উপরের ছবিটা দেখে বিষয়টা পরিস্কার হয়ে গেছে আশা করি। আপনি চাইলে এই লোগো এবং তথ্য পরিবর্তন অথবা নতুনভাবে সংযোজন করতে পারবেন। কাজটা খুবই সহজ, এজন্য আপনাকে OEMLOGO.BMP এবং OEMINFO.INI নামে দুটো ফাইল তৈরী করতে হবে। OEMLOGO.BMP হল একটা বিটম্যাপ ইমেজ যা আপনি System Properties এ দেখতে পাবেন। আর তথ্যগুলো থাকে OEMINFO.INI ফাইলে।

ফাইল দুটোকে c:\windows\system32 ফোল্ডারে পেস্ট করতে হবে। নিচে একটি OEMINFO.INI ফাইলে যা লেখা থাকে তা দেওয়া হল:

[General]
Manufacturer=Manufacturer: CAEBD
Model=Model: XXXXXX

[Support Information]
Line1=" Contact Us:"
Line2=" IT Genius"
Line3=" 863, Mehedibug,"
Line4=" Chittagong,"
Line5=" Bangladesh."
Line6=""
Line7=" Phone:"
Line8=" +8801199271600"
Line9=""
Line10=" Website:"
Line11=" http://cae.com.bd"
Line12=""

এখানে [General] এর অধীনে তথ্যগুলো System Properties এ দেখতে পাবেন। এবং [Support Information] এর অধীনে তথ্যগুলো System Properties এ Support Information বাটনে ক্লিক করলে দেখতে পাবেন। আর OEMLOGO.BMP ফাইলটি আপনি MS Paint এ তৈরী করতে পারবেন। এর দৈর্ঘ এবং প্রস্থ হবে যথাক্রমে 172 এবং 100। তবে একটু এদিক ঐদিক হলে সমস্য নেই। অথবা এই লিংক থেকে OEMLOGO জিপ ফাইলটি ডাউনলোড করুন। আনজিপ করলেই OEMLOGO.BMP এবং OEMINFO.INI ফাইল দুটো পেয়ে যাবেন। যা আপনি আপনার প্রয়োজনমত পরিবর্তন করে নিতে পারবেন।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.