
বাংলাতে লিখছি হটাৎ মনে হল এই শব্দটাতে কি “ি” হবে নাকি “ী” হবে, “স” হবে নাকি “ষ” হবে ইত্যাদি। আমার মনে হয় সবারই কম-বেশি এরকম হয়। সামহোয়্যাইনের ব্লগার সার্চ অপশনটা দেখে হটাৎ মাথায় আইডিয়া এসে গেলো। ভাবলাম এইভাবে তো বাংলা স্পেল চেকার ও বানানো সম্ভব। লেগে গেলাম কাজে। আগেই বলে নেওয়া ভাল আমি ভাই প্রোগ্রামার না। এমনকি আমার কাজ ও প্রোগ্রামিং সংক্রান্ত না। যেসব বিষয় জোড়াতালি দিয়ে এটি আমি বানিয়েছি তা হল:
১. সামহোয়্যারইনের ব্লগার সার্চ থেকে আইডিয়া
২. BComplete স্ক্রিপ্ট
৩. Bangla Input Manager for Web Pages
৪. বিজয় অভিধান থেকে শব্দ তালিকা
যারা প্রোগ্রামার আছেন তাদেরকে অনুরোধ করব এটার আরো উন্নয়ন সাধন করার জন্য। ডাউনলোড করুন এই লিংক থেকে।
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.