Friday, November 12, 2010

গুগল দিয়ে খুঁজে বের করুন প্রয়োজনীয় ইমেজ


গুগলের Image Search দিয়ে প্রয়োজনীয় কোন ছবি খুঁজে বের করা খুব সহজ। আনেকেই এই ব্যাপারটা জানেন না। ফলে একটা ছবি খুঁজে বের করতে গিয়ে কত না কষ্ট করতে হয়। ধরা যাক, আপনি মালদ্বীপ বিচের কিছু ইমেজ যোগার করবেন। এজন্য যা করতে হবে:

০১. www.google.com এ যান।
০২. উপরে বাম পাশে Images এ Click করুন।
০৩. Search Box এ Maldives Beach লিখে Search Images বাটনে ক্লিক করুন।
০৪. অনেকগুলো চমৎকার ইমেজ দেখতে পাবেন।
০৫. পছন্দেরটি পিসিতে সেভ করে নিন।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.