Friday, November 12, 2010
সয়ংক্রিয়ভাবে সেভ হবে ফাইল
কাজ করতে করতে কোন কারণে কম্পিউটার বন্ধ হলে সর্বশেষ সেভ করা পর্যন্ত তথ্য পাওয়া যায়, ফলে দীর্ঘ সময় সেভ করতে মনে না থাকলে বেশ সমস্যায় পরতে হয়। তবে মিনিটে মিনিটে যদি ফাইলটি সেভ করা যেত অনেক সময় তাহলে বেশ সুবিধা হতো। এধরনের সুবিধা পাওয়া যাবে অটোসেভ সফটওয়্যার দ্বারা। এজন্য www.door2windows.com থেকে ৭৬৮ কিলোবাইটের ফ্রিওয়্যার, বহনযোগ্য সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এবার সফটওয়্যারটি চালু করলে সিস্টেমট্রেতে একটি ফ্লপির আইকন আসবে। এই আইকনে ক্লিক করে কত সময় অন্তর অন্তর সেভ করবেন তা নির্ধারণ করে Hide বাটনে ক্লিক করলে প্রোগ্রামটি লুকাবে এবং নির্বাচিত সময় পরপর চলতি (এ্যকটিভ) প্রোগ্রাম সেভ হবে। যদি চলতি (এ্যকটিভ) প্রোগ্রামটি পূর্বে সেভ করা না থাকে তাহলে সেভ ডায়ালগ বক্স আসবে। আর অটোসেভ প্রোপার্টিস থেকে Run When Windows Start চেক করলে কম্পিউটার চালু করার সাথে সাথে অটোসেভ সফটওয়্যারটি চালু হয়ে সিস্টেমট্রেতে থাকবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.