এই সাইট থেকে অল্প সময়ে এবং কোন পেজ হোস্টিং ছাড়াই করে নিন আপনার ব্যক্তিগত ওয়াপ সাইট। প্রায় সব ধরনের মোবাইল সেট থেকে এই সাইটে আপনি ব্রাউজ করতে পারবেন। এই সাইটে রেজিষ্ট্রেশন করে খুব সহজে মিডি, ওয়ালপেপার, সফটওয়্যার ইত্যাদি আপলোড করা যায়। আপনার ইচ্ছানুযায়ী মিডি/ওয়ালপেপার/সফটওয়্যার আলাদা আলাদা আপলোড এবং ব্যাকগ্রাউন্ড, ফন্ট এর কালার পরিবর্তন করে তৈরী করে নিতে পারেন আপনার সাইটটি।
তাছাড়া এর আগে আমি একটি কলাম লিখেছিলাম যে, x100, x200, c140 সহ ইত্যাদি সেটগুলোর জন্য মোবাইল সেটে গান। অনেকে হয়তো ভয়েজ রিংটোন তৈরী করতে সক্ষম হয়েছেন। কিন্তু আপলোডের জন্য ব্যবহার করতে পারছেন। এই সাইটে একটি রেজিষ্ট্রেশন তৈরী করে আপনার মোবাইলে আপনার পছন্দের রিংটোনটি ডাউনলোড করতে পারেন।
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.