Friday, November 12, 2010

বদলে ফেলুন Hard disk drive এর icon গুলি


আপনি নিশচয়ই আপনার  Hard disk drive এর একঘেয়েমী icon গুলি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন। চিন্তা নেই মাত্র ২ মিনিটেই আপনার  Hard disk drive এর  icon গুলি পরিবর্তন করে ফেলুন আপনার পছন্দ অনুযায়ী। এজন্যে প্রথমেই আপনার পছন্দের image টিকে bitmap(*.bmp) ফরমেটে রুপান্তর করে নিন XP'র MS Paint বা Adobe Photoshop এর মাধ্যমে। তবে আরও ভাল হয় যদি  image টিকে irfanview Software এর মাধ্যমে icon(*.ico) format এ রুপান্তর করতে পারেন।

যাই হোক এবার Start Menu থেকে Notepad  চালু করুন এবং নিচের সংকেত গুলি লিখে autorun.inf  নামে Save করুন।

[Autorun]
open=
icon=BANNER.ico

এখানে  BANNER এর স্থানে আপনার image নাম এবং .ico এর স্থানে আপনার  image এর ফরমেট অর্থাৎ .bmp  বা .ico বসান। এবার এই autorun.inf ফাইলটিকে এবং উক্ত image টিকে Copy করে C,D,E বা যেকোন Drive এ Paste করুন । এবার কম্পিউটারটিকে Restart করুন এবং মজা দেখুন। একই ভাবে সবগুলো Hard disk drive এর  icon গুলি পরিবর্তন করে

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.