Friday, November 12, 2010

VLC Player এ রেডিও শুনুন।

ইন্টারনেট কানেশন থাকলে , আপনি আপনার ভি এল সি প্লেয়ার দিয়ে রেডিও শুনতে পারবেন। চাইলে টিভিও দেখতে পারবেন, তবে তার জন্য নেট কানেশন হাই স্পিড হওয়াটা জরুরী। তো আসুন শুরু করি:
১। ভি এল সি অপেন করুন।
২। view হতে playlist চালু করুন।
৩। Manage হতে services Discovery > Shoutcast radio listings ক্লিক করুন।
৪। দেখুন shoutcast নামে playlist পাওয়া যাবে। এবার সার্চ (search ) এ hindi টাইপ করে সার্চ দিন।
৫। এখন লিস্ট এ প্রর্দশিত hindi এর উপর ডাবল ক্লিক করুন। রেডিও চালু হবে।
৬। হিন্দী এর লিস্টে দেখুন আরো অনেক স্টেশন আছে, তা হতে অন্যান্য গুলাও শুনুন।

ভি এল সি প্লেয়ার ডাউনলোড করুন এই লিংক হতে।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.