
আমাদের প্রত্যেকেই কোন না কোন সময় Auto run virus নিয়ে বিপাকে পড়তে হয়েছে। আর যেন Auto run virus নিয়ে বিপাকে না পড়তে হয় সেজন্য আপনি ব্যবহার করতে পারেন USB Disk Security এটি ব্যবহার করলে আপনি আপনার USB ড্রাইভে যাই ঢুকান না কেন এটি Auto স্ক্যান দিয়ে ভাইরাস সনাক্ত করে ফেলবে। ভাইরাস ফেলে Threat এর ঘরে ভাইরাসটির নাম আসবে। আপনাকে শুধু ভাইরাসটি সিলেক্ট করে Delete all এ ক্লিক করতে হবে। তারপর আবার usb scan এ ক্লিক করে scan ক্লিক করে দেখতে পারেন কোন ভাইরাস আসে কিনা থাকলে Delete all এ ক্লিক করে দিবেন। তারপর Quarantine এর মধ্যে ক্লিক করে রিপ্লেস এ ক্লিক করুন। কোন ভাইরাস থাকলে এ্যাপ্লি করে দেন। ব্যাস আপনার পিসি ও ইউ.এস.বি ড্রাইভটি হয়ে গেল ভাইরাস মুক্ত। এটি ডাউনলোড করা যাবে এই লিংক থেকে।
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.