Friday, November 12, 2010

আপনার পেন ড্রাইভ টিকে পোলিও টীকা দিয়েছেন কী?

ভাইরাস যেনো আজ মহামারির মতই আচরণ শুরু করেছে। ভাইরাস যুক্ত কোনও কম্পিউটার এ পেন ড্রাইভ লাগালেই শেষ॥ এ থেকে বাচতে আবিষ্কৃত হয়েছে টীকা অর্থাত্ Vaccine। হা আজকে আমি অবতারণা করছি পাণ্ডা ইউএসবি Vaccine এর । এটি ইন্সটল করে PEN ড্রাইভ টিকে টীকা দিয়ে রাখুন, তারপর ভাইরাস যুক্ত কম্পিউটার এ লাগলেও আর ইউএসবি তে ভাইরাস ধরবে না।
ডাউনলোড লিংক : এখানে
স্টেপ বায় স্টেপ :
1) প্রথমে ডাউনলোড করুন
2) ইন্সটল করুন
এই পর্দা তে আসলে সব টিক দিন 
http://my.jetscreenshot.com/2862/m_20100505-eh3w-24kb.jpg
3) এরপর vaccinate করে নিন পিসি।
4) পেন ড্রাইভ লাগালে অটো Vaccinate হবে। যদি আগে থেকে ভাইরাস থাকে তাহলে ফর্ম্যাট করে মানুয়ালী Vaccinnate করে নিন।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.