Friday, November 12, 2010

সহজেই জেনে নিন আইটি বিশ্বের বিভিন্ন খবরাখবর

আমরা আইটির উপর এখন পুরোপুরি নির্ভরশীল। আইটিতে প্রতিদিন কিছু না কিছু প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে। কোন দিন কোন হার্ডওয়্যার বের হলো, ইয়াহুর নতুন সার্ভিস কি যোগ হল আরো এটা সেটা বিভিন্ন খবর আমাদের রাখতে হয়। আর এই খবরগুলো জানতে আমাদের বিভিন্ন ওয়েব সাইটে দৌড়াদৌড়ি করতে হয়। নির্দিষ্ট ওয়েব সাইট জানা না থাকলে তো আরো অনেক ঝামেলা। সার্চ ইঞ্জিন ব্যবহার করেও অনেক সময় পাওয়া যায় না। খুবই সহজে আপনি ইচ্ছে করলে আপনার বিষয়বস্তু দিয়ে আপনার এই ঝামেলাটি শেষ করতে পারেন।

এমএস ওয়ার্ড সফটওয়ারটি তো মনে হয় আপনাদের সবার কম্পিউটারে সেটাপ করা আছে। এই এমএস ওয়ার্ড দিয়েই আপনি সব ধরনের খবর আপডেট করতে পারেন। শুধুমাত্র দরকার ইন্টারনেটের। এর জন্য আপনাকে এমএস ওয়ার্ড চালু করতে হবে। এরপর Tools -> Research এ ক্লিক করুন। এরপর আপনার বিষয়বস্তু লিখে সার্চ দিন। দেখবেন সব বের হয়ে গেছে। তবে এটা Office 2003 থেকে শুরু করে পরের ভার্শনগুলো জন্য।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.