Friday, November 12, 2010

আপনার ফেইসবুক অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে

ফেইসবুকে বিভিন্ন অ্যাপ্লিকেশন আগে ব্যবহার করলেও যেসব ব্যবহারকারী এখন আর অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে চান না, তারা অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করে দিতে পারেন । এ জন্য ফেইসবুকে লগ- ইন করে Accounts- Privacy Settings-এ যান । এবার নিচে বা পাশে Application and Websites লেখা ট্যাবের নিচে Edit your Settings ক্লিক করুন। নতুন উইন্ডোতে আপনার ব্যবহার করা সব অ্যাপ্লিকেশন এর তালিকা পাবেন । নিচ থেকে select all কিল্ক করুন । এবার turn off platform কিল্ক করুন । তাহলে আপনার অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে ।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.