Friday, November 12, 2010

Search Engine এর নাম হয় যদি আপনার পছন্দ অনুযায়ী!!!

আপনার নামেই হতে পারে Search Engine এর নাম। ভাবছেন কিভাবে? Pimpmysearch নামের একটি ওয়েবসাইট আপনাকে এই সুবিধা প্রদান করবে। আর বোধহয় কিছু বলে দেবার প্রয়োজন নেই। বাকিটা আপনি দেখলেই বুঝতে পারবেন। তবুও বুঝতে না পারলে, pimpmysearch.com এ যান। আপনি যে নামে সার্চ ইঞ্জিন তৈরী করতে চান Search Box এ তা লিখুন। Create Now বাটনে ক্লিক করুন। তারপর Set as Home Page এ ক্লিক করুন। প্রতিবার ব্রাউজার চালু হলে এই পেজটাই প্রথমে আসবে।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.