Friday, November 12, 2010

হার্ডড্রাইভ ও পেনড্রাইভের ব্যাকগ্রাউন্ড পরিবতর্ন করুন

প্রথমে Start Menu -> Run এ Notepad লিখে এন্টান দিন। নোটপ্যাড চালু হবে। এরপর নিচের কোডটুকু টাইপ করুন:
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
IconArea_Image=myimage.jpg
myimage.jpg এর স্থানে আপনার পছন্দের ছবির এক্সটেনশন সহ নাম লিখুন। এবার File -> Save as ক্লিক করুন। Save as type: All files সিলেক্ট করুন। ফাইলটিকে desktop.ini নামে আপনার হাডর্ড্রাইভ বা পেনড্রাইভে সেভ করুন। একই লোকেশনে myimage.jpg ফাইলটি ও কপি করুন। এবার সেখানে গিয়ে দেখুন ব্যাকগ্রাউন্ড পরিবতর্ন হয়ে গেছে। আপনি যদি টেক্সট কালার পরিবর্তন করতে চান, তাহলে নিচের লাইনটুকু ও যোগ করে দিন।
iconarea_text=0x00FFFFFF

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.