Friday, November 12, 2010

রেকর্ড করুন স্পিকারের সাউন্ড

অনলাইনে ঘুরতে ঘুরতে অনেক ওয়েবসাইট দেখি যেগুলোতে গান শুনতে দেয় কিন্তু ডাউনলোড করতে দেয় না। অনেক সময় দেখা যায় এসব সাইটে পছন্দের গান পাওয়া যায় কিন্তু ডাউনলোড করতে না পারায় কষ্ট লাগে। তাহলে কি করা যায় ? এই সমস্যার সমাধান দিতে পারে PCWin Speaker Record নামে ৭৬৮ কেবি এর ছোট একটা সফটওয়্যার। আপনি এই  সফটওয়্যারের সাহায্যে আপনার কম্পিউটারের স্পীকারে বাজতে থাকা যেকোন শব্দ রেকর্ড করতে পারবেন। এই সাউন্ড আবার 128 Kbps CD quality তে  mp3 বা wav file হিসেবে Save করতে পারবেন।

ডাউনলোড করতে ক্লিক করুন এখানে
সফটওয়্যারটি চালাতে MPEG Layer 3 Audio Encoder দরকার হবে। সেটি পেতে ক্লিক করুন এখানে
সফটওয়্যারটির ব্যবহার খুব সহজ। ডাউনলোড করে ইন্সস্টল করুন। তারপর স্পীকারে যেকোন একটা সাউন্ড বাজান। এবার সফটওয়্যারটি চালু করে কোন ফরম্যাটে আপনি সাউন্ড রেকর্ড করতে চান তা সিলেক্ট করে Start Recording click করুন। তারপর পছন্দমত স্হানে Stop Recording click করুন। তাহলে সেভ ডায়ালগ বক্স আসবে, এখানে ফাইলের একটা পছন্দসই নাম দিয়ে সেভ করুন। শেষ হয়ে গেলে কোন প্লেয়ারে বাজিয়ে সাউন্ডটা টেস্ট করে দেখুন।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.